ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও পুলিশ সুপারের দৃষ্টান্ত:নির্যাতিতাকে স্বাবলম্বী হবার পথ দেখালেন

আজম রেহমান::শুধু নির্যাতকদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা নয় নির্যাতিতা নারীটিকে মাথা উঁচু করে বেঁচে থাকবার আর স্বাবলম্বি হয়ে এগিয়ে যাবার পথ দেখালেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ। নির্যাতিতাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেই কিশোরীর পরিবারকে সেলাই মেশিন তুলে দিলেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও পুলিশ লাইনস্ সভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই সেলাই মেশিন তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী, সিনিয়র সহকারি পুলিশ সুপার হাসিবুল আলম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোশফিকুর রহমান, সহকারি পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আবু লাইস ইলিয়াস জিকু, প্রবেশনার এএসপি অনিতা রানী, ডোমিনো স্কুলের কান্ট্রি এডভাইজার ফরহাদ উল কবির প্রমুখ।

উল্লেখ্য, স¤প্রতি জেলার পীরগঞ্জ উপজেলার এক কিশোরী হোটেল শ্রমিক, কয়েকজন বখাটের দ্বারা ধর্ষণের স্বীকার হয়। পরে পুলিশ সুপার ফারহাত আহমেদ ওই নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং নির্যাতনের সাথে জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করেন। মামলঅটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্থ কিশোরীর অসহায় পরিবারের কথা বিবেচনা করে বৃহষ্পতিবার ঐ কিশোরীকে আনুষ্ঠানিকভাবে ১ টি সেলাই মেশিন প্রদান করেন। ব্যাক্তিগত উদ্যোগ নিজস্বতহবিল থেকে তিনি এটি প্রদান করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন , এই কিশোরী নিশ্চয়ই মাথা উঁচু করে বাঁচবে , লজ্জিত হয়ে সারা জীবন মাথা নিচু করে থাকবে অপরাধী নির্যাতকরা। পুলিশ সুপারের এই মহতি উদ্যোগকে জেলার সচেতন মহল স্বাগত: জানিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও পুলিশ সুপারের দৃষ্টান্ত:নির্যাতিতাকে স্বাবলম্বী হবার পথ দেখালেন

আপডেট টাইম ০১:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

আজম রেহমান::শুধু নির্যাতকদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা নয় নির্যাতিতা নারীটিকে মাথা উঁচু করে বেঁচে থাকবার আর স্বাবলম্বি হয়ে এগিয়ে যাবার পথ দেখালেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ। নির্যাতিতাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেই কিশোরীর পরিবারকে সেলাই মেশিন তুলে দিলেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও পুলিশ লাইনস্ সভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই সেলাই মেশিন তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী, সিনিয়র সহকারি পুলিশ সুপার হাসিবুল আলম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোশফিকুর রহমান, সহকারি পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আবু লাইস ইলিয়াস জিকু, প্রবেশনার এএসপি অনিতা রানী, ডোমিনো স্কুলের কান্ট্রি এডভাইজার ফরহাদ উল কবির প্রমুখ।

উল্লেখ্য, স¤প্রতি জেলার পীরগঞ্জ উপজেলার এক কিশোরী হোটেল শ্রমিক, কয়েকজন বখাটের দ্বারা ধর্ষণের স্বীকার হয়। পরে পুলিশ সুপার ফারহাত আহমেদ ওই নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং নির্যাতনের সাথে জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করেন। মামলঅটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্থ কিশোরীর অসহায় পরিবারের কথা বিবেচনা করে বৃহষ্পতিবার ঐ কিশোরীকে আনুষ্ঠানিকভাবে ১ টি সেলাই মেশিন প্রদান করেন। ব্যাক্তিগত উদ্যোগ নিজস্বতহবিল থেকে তিনি এটি প্রদান করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন , এই কিশোরী নিশ্চয়ই মাথা উঁচু করে বাঁচবে , লজ্জিত হয়ে সারা জীবন মাথা নিচু করে থাকবে অপরাধী নির্যাতকরা। পুলিশ সুপারের এই মহতি উদ্যোগকে জেলার সচেতন মহল স্বাগত: জানিয়েছেন।