আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁও – দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে ডাকাতের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
৩ এপ্রিল ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হযেছে। তবে নিহত ডাকাতদলের সদস্যের নাম বা পরিচয় জানা যায়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক খোকন (৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)।
ঠাকুরগাঁঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ১৪/১৫ জনের ডাকাত দল পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ডাকাতির সরঞ্জামাদি রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়েছে।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৪ পুলিশ সদস্য আহত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- ৪৭৫ বার
Tag :