প্রতিনিধি::বৈধ কাগজপত্র ব্যতিরেকে একে অপরের সহযোগীতায় অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ পূর্বক পুনরায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার অপরাধে পীরগঞ্জ সীমান্তে ৪ জন গ্রেফতার হয়েছে।
জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের বিজিবি সদস্যরা মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ওই সীমান্তের পশ্চিম ভবানীপুর এলাকায় মেইন পিলার ৩৩৩/৩ এস হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বোচাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের পবেন রায় এর পুত্র নিশিত রায় (৩৫), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামের মৃত গোপাল মহন্ত এর পুত্র রিন্টু মহন্ত (৪০), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর (লাঠোয়পাড়া) গ্রামের মৃত আব্দুল আজিজ এর পুত্র ওবাইদুর রহমান (৫৫) ও একই উপজেলার ইন্দ্রইল গ্রামের সামছুউদ্দীন এর পুত্র ওবাইদুর (৩৫)। ওই সময় তাদের সাথে থাকা আরো ৪ ব্যক্তি বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। চান্দেরহাট বিওপি ক্যাম্পের সুবেদার মামুনার রশিদ বাদী হয়ে বুধবার পীরগঞ্জ থানায় মামলা করেন।মামলা নং ০৩, তারিখ-০২.১০.২৪ইংG
সংবাদ শিরোনাম
অবৈধ অনুপ্রবেশ করায় পীরগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে ৪ জন গ্রেফতার
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- ১৩ বার
Tag :