আজম রেহমান,সারাদিন ডেস্ক::
দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে মো. আবদুল হামিদের শপথগ্রহণের তারিখ ১৫ এপ্রিল থেকে পিছিয়ে ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ২৪ এপ্রিল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আবদুল হামিদকে শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে এই শপথগ্রহণ পেছানোর কারণ উল্লেখ করেননি তিনি।
১৭তম ব্যক্তি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আবদুল হামিদ। একমাত্র ব্যক্তি হিসেবে তিনি টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।
গত ৭ ফেব্রুয়ারি বর্তমানে দায়িত্বরত মো. আবদুল হামিদকে ২১তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন মোঃ আবদুল হামিদ। সেই মেয়াদ শেষ হয়ে আসায় গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
সংবাদ শিরোনাম
২৪ এপ্রিল শপথ নেবেন ২১ তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
- ৩৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ