মনসুর আহাম্মেদঃঠাকুরগাঁওয়ের রুহিয়া বৈশাখী মেলা কমিটির উদ্দ্যেগে ২২ এপ্রিল রাত ৯ টায় মেলা প্রাঙ্গনে বৈশাখী কনর্সাট অনুষ্ঠিত হয়েছে। এ কনসার্টে সংগীত পরিবেশন করেন উত্তর জনপদের তিন জনপ্রিয় শিল্পী। এস এ টিভির বাংলাদেশী আইডল খোকা, চ্যানেল আই ক্ষুদে গানরাজের ১ম রানার্স আপ ঐক্য জিৎ, দ্বিতীয় রানার্স আপ তিলোত্তমা সহ স্থানীয় শিল্পীগন। গানে গানে মাতিয়ে তোলেন দর্শকদের। কনসার্টে দর্শকদের উপচে পরা ভীর লক্ষ করা যায়। আইডল খোকা ও ঐক্য জিৎ এর বাড়ী রুহিয়া হওয়ায় তাদেরকে এক নজর দেখার জন্য বৈশাখী মেলার মাঠ ছিল কানায় কানায় পরিপুর্ন। বৈশাখী কনর্সাট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারায় মেলার সভাপতি আল-আমিন এবং সাধারন সম্পাদক সোহাগসকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সংবাদ শিরোনাম
রুহিয়া বৈশাখী কনর্সাট অনুষ্ঠিত গানে গানে মাতিয়ে তোলেন শিল্পী
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
- ৪৪১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ