আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ের অতিরিক্তি জেলা ও দায়রা আদালত জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একটি হত্যা মামলার রায়ে আজিম উদ্দিন নামের ১ ব্যাক্তিকে মৃত্যুদন্ড সহ ১০ হাজার টাকা জমিরানা এবং মামলার এজাহারভুক্ত অন্য ৬ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় পীরগঞ্জ বীরহলী গ্রামের সলিম উদ্দিনের ছেলে আজিম উদ্দিনকে হত্যা মামলায় দোষি প্রমানিত হওয়ায় মৃত্যুদন্ডাদেশ দেন জেলা অতিরিক্ত দায়রা জজ মো.হায়দার আলী।
মামলা সূত্রে জানা গেছে, জেলার পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামে ২০১৫ সালের ৫ জুন জমি দখলের জের ধরে আব্দুল মালেককে কুপিয়ে গুরুত্বর আহত করে প্রতিবেশী আজিম উদ্দিন। পরে গুরুত্ব আহত আব্দুল মালেকের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক ১০ই জুন সে রংপুরে মারা যায়। এ ঘটনায় মৃত আব্দুল মালেকের ভাই আব্দুল খালেক পীরগঞ্জ থানায় আজিম উদ্দিন সহ ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু বকর সিদ্দিক আসামী আজিম উদ্দিনের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারার অভিযোগপত্র(সত্য) আদালতে দাখিল করেন।
সাক্ষিদের সাক্ষ্য প্রমান ও চার্জশীটের ভিত্তিতে আসামি আজিম উদ্দিনের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারা মোতাবেক অপরাধ প্রামানিত হওয়ায় তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়। মামলায় বাকি ৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকুসুর খালাস দেয় আদালত।