ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ

পীরগঞ্জে শ্মশানঘাটের রাস্তা বন্ধ করায় ইউএনও’র কাছে অভিযোগ দাখিল

মনসুর আহাম্মেদঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কাস্তোর গ্রামে ‍হিন্দু সম্প্রদায়ের লাশ দাহ্য কাজে ব্যবহারের জন্য শ্নশান ঘাটে চলাচলের রাস্তায় কাটা তারের বেড়া দিয়েছে রশিদা আজিজ  ফাউন্ডেশন কর্তৃপক্ষ । এলাকাবাসীল দাবীর মুখে স্থানীয় চেয়ারম্যান বিষয়টির সুষ্টু সুরাহার  জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ ৩০ এপ্রিল দাখিল করেছে।

জানা যায়,কদমতলী মোড় হতে শ্নাশান ঘাট পর্যন্ত রাস্তটির মধ্যস্হলে ফাউন্ডেশনের সুবিধার্থে বন্ধ করিয়াছেনবলে জানান শ্নাশান ঘাটের সভাপতি,
এবং ৮নং ইউ পি চেয়ারম্যান  কার্তিক রায় গত ৩০ এপ্রিল একটি লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার ববরাবর। এতে বলা হয়, হিন্দু ধর্মের মৃত লোকজনের দাহন কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং বহুবার মৌখিকভাবে রশিদা আজিজ ফাউন্ডেশন কর্তৃপক্ষগণকে অবগত করা হলেও কতৃপক্ষ শ্মশানঘাটের রাস্তা খুলে দেননি ফলে ধর্মীয় কাজে ব্যাঘাত সৃষ্টি। এ বিষয়ে ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ সরিফের সাথে কথা হলে তিনি জানান,  আমার মালিক বলেছে সরকারি রাস্তার বদলে আমরা  তাদের কাটার বেড়ার পাশ দিয়ে শ্নাশান ঘাটে  যাওয়ার রাস্তা করে দিবো।

এই বিষয়টি ঠাকুরগাঁও জেলা প্রশাসকে অবগত করার জন্য  মুঠো ফনে যোগাযোগ করার  চেষ্ঠা করা  হলে, দুই হতে তিন বার কল দিলে ধরেননি, পরে ফোন বেক করে বিরক্তির সুরে বলেন এত ফোন দেন কি জন্যে, পরিচয় দিয়ে অভিযোগের কথা বলতে চাইলে তিনি ফোন কেটে দেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

পীরগঞ্জে শ্মশানঘাটের রাস্তা বন্ধ করায় ইউএনও’র কাছে অভিযোগ দাখিল

আপডেট টাইম ০৮:১৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

মনসুর আহাম্মেদঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কাস্তোর গ্রামে ‍হিন্দু সম্প্রদায়ের লাশ দাহ্য কাজে ব্যবহারের জন্য শ্নশান ঘাটে চলাচলের রাস্তায় কাটা তারের বেড়া দিয়েছে রশিদা আজিজ  ফাউন্ডেশন কর্তৃপক্ষ । এলাকাবাসীল দাবীর মুখে স্থানীয় চেয়ারম্যান বিষয়টির সুষ্টু সুরাহার  জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ ৩০ এপ্রিল দাখিল করেছে।

জানা যায়,কদমতলী মোড় হতে শ্নাশান ঘাট পর্যন্ত রাস্তটির মধ্যস্হলে ফাউন্ডেশনের সুবিধার্থে বন্ধ করিয়াছেনবলে জানান শ্নাশান ঘাটের সভাপতি,
এবং ৮নং ইউ পি চেয়ারম্যান  কার্তিক রায় গত ৩০ এপ্রিল একটি লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার ববরাবর। এতে বলা হয়, হিন্দু ধর্মের মৃত লোকজনের দাহন কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং বহুবার মৌখিকভাবে রশিদা আজিজ ফাউন্ডেশন কর্তৃপক্ষগণকে অবগত করা হলেও কতৃপক্ষ শ্মশানঘাটের রাস্তা খুলে দেননি ফলে ধর্মীয় কাজে ব্যাঘাত সৃষ্টি। এ বিষয়ে ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ সরিফের সাথে কথা হলে তিনি জানান,  আমার মালিক বলেছে সরকারি রাস্তার বদলে আমরা  তাদের কাটার বেড়ার পাশ দিয়ে শ্নাশান ঘাটে  যাওয়ার রাস্তা করে দিবো।

এই বিষয়টি ঠাকুরগাঁও জেলা প্রশাসকে অবগত করার জন্য  মুঠো ফনে যোগাযোগ করার  চেষ্ঠা করা  হলে, দুই হতে তিন বার কল দিলে ধরেননি, পরে ফোন বেক করে বিরক্তির সুরে বলেন এত ফোন দেন কি জন্যে, পরিচয় দিয়ে অভিযোগের কথা বলতে চাইলে তিনি ফোন কেটে দেন।