আজম রেহমান,সারাদিন ডেস্ক::১৫ মে জেলার পীরগঞ্জে বিএসটিআই’র উদ্যোগে আসন্ন রমজান মাসের পবিত্র্রতা রক্ষায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ওজনে জম দেয়ায় ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
দুপুরের দিকে বিএসটিআই, রাজশাহীর পরিদর্শক অনিমেশ কুমার মজুমদার স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এডাব্লিউএম রায়হান শাহ’র নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমান আদালতে শহরের বিভিন্ন ভোগ্য পন্য ও কাচামারৈর দোকানে অভিযান পরিচালনা করেন। পরে কলেজ বাজারের একাধিক মাছ ব্যবসায়ীকে পরীক্ষা কওে ২ জন মাছ ব্যবসায়ী যখাত্রমে মো আকবর আলী ও মো গোলাম রব্বানী কে ওজনে কম দেয়ার অভিযোগে অভিযুক্ত করে ‘ দা ষ্ট্যান্ডার্ড ওয়েট এন্ড মেজারমেন্ট অর্ডিনেন্স-১৯৮২’ এর ২৮ ধারার অপরাধে একই আইনের ৪৫ ধারা মতে উভয়কে ৫ শ’ টাকা করে জরিমানা করা হয়। তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তারা মুক্তি পায়।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে মোবাইল কোর্টে ২ মাছ ব্যবসায়ীর জরিমানা
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
- ১১০৪ বার
Tag :