মনসুর আহাম্মেদ: ঠাকুরগাঁওয়ে ১ লিটার দুধের বিনিময়ে ১ বস্তা আলু বিতরণ এবং সংগৃহিত দুধ দুস্থ শিশুদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।ঠাকুরগাঁও হাওলাদার হিমাগার লিঃ এর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জগন্নাথপুরে অবস্থিত হিমাগারটির নিজস্ব জায়গায় আলু ও বিনামূল্যে দুধ বিতরণ অনুষ্ঠিত হয়।দুধের বিনিময়ে আলু বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ। এ সময় হাওলাদার হিমাগার লিঃ এর স্বত্তাধিকারী আব্দুস সালাম হাওলাদার নিজে উপস্থিত থেকে আলুর বিনিময়ে দুধ সংগ্রহ করেন। পরে সংগৃহিত দুধ দুস্থ ও অসহায় শিশুদের মাঝে বিতরণ করেন।
হাওলাদার হিমাগার লিঃ এর স্বত্তাধিকারী আব্দুস সালাম হাওলাদার জানান, আলুর দাম এবার এতো কম যা এর আগে কখনো আমরা দেখিনি। কৃষক ব্যাংক থেকে মোটা অংকের লোন করে আলু উৎপাদন করেছে। জানিনা কিভাবে লোনের টাকা পরিষোধ করবে। আমরা আলুর পাইকারদের সাথে কথা বলে দেখেছি তারা প্রতি বস্তা আলু ৩০ টাকা দরে দিতে চায়। তখন আমরা সিদ্ধান্ত নেই যে, আলু পাইকারকে না দিয়ে গ্রামের লোকেদের মাঝে দুধের বিনিময়ে বিতরন করবো এবং সংগৃহিত দুধ দুস্থ ও অসহায় শিশুদের মাঝে বিতরণ করবো।উল্লেখ্য যে, ১ লিটার দুধের বিনিময়ে ১ বস্তা আলু বিতরণ কালে হাওলাদার হিমাগার লিঃ এর নিজস্ব মজুদকৃত ১২০০ বস্তা আলু বিতরন করা হয়।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে হাওলাদার হিমাগারে১ লিটার দুধে বদলে ১ বস্তা আলু বিতরন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
- ৪২৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ