মনসুর আহাম্মেদ:: ঠাকুরগাঁও পীরগঞ্জেঃ ঈদ কে সামনে বিশুদ্ধ খাবারের বিশ্বস্তনাম বনফুল লাচ্ছা সেমাই । বনফুল ফুড প্রোডাক্টস নিয়ে এলো বিভিন্ন প্রকার লাচ্ছা সেমাই, যা পীরগঞ্জ পূর্ব চৌরস্তায়, প্রিয়াঙ্কা রেস্তোরা পাশে পাওয়া যাচ্ছে, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এখানে সবধরনের লাচ্ছা পাওয়া যায়, যেমন সাদা লাচ্ছা , ঘিয়েভাজা লাচ্ছা, ভুনা লাচ্ছা , এবং সবধরনের লাচ্ছা পাওয়া যাচ্ছে। লাচ্ছার নতুন নাম বনফুল লাচ্ছা সেমাই নতুন সাদে নতুন কিছু।
ক্রেতা আলতাফ উদ্দীন লতা জানান , আমি এই প্রথম খাটি ঘিয়েভাজা লাচ্ছা দেখলাম ঈদের জন্য লাচ্ছা নিয়েছি অনেক ভাল।
বনফুল ফুড প্রোডাক্টস এর, মালিক মোঃ কামাল সাহেব জানান, আমি ঠাকুরগাঁও এলাকাবাসী জন্য নতুন সাদে কিছু লাচ্ছা সেমাই বিক্রি করছি। যা খুব ভাল। এবং ঠাকুরগাঁওসহ আসে পাশে উপজেলায়, জেলা আমাদের বনফুল লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে, আশা করি ভাল কিছু দিতে পারবো আমার এলাকার মানুষকে, সব কিছু ভাল পরিবেশ তৈরি বনফুল লাচ্ছা সেমাই ।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিক্রি হচ্ছে নাম করাও বনফুল লাচ্ছা সেমাই
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১১:০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
- ৩৪৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ