সারাদিন ডেস্ক,রাজশাহী::রাজশাহীর বাঘায় প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ করেছে মাত্তুম হাসান নামে এক শিবির নেতা। অভিযুক্ত মাত্তুম রাজশাহী পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ ৮ দিন পুর্বে সংশ্লিষ্ঠ থানায় অভিযোগ দায়ের করা হলেও আজ পর্যন্ত অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব গ্রামের বাসিন্দা জামাত কর্মী রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া সন্তান ও রাজশাহী পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের শিক্ষার্থী শিবির নেতা মাত্তুম হাসান। সে গত ১ জুলাই একই এলাকার দশম শ্রেনীর এক ছাত্রীকে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে অপহরণ করে। এ ঘটনায় ওই দিন বিকেলে মেয়ের মা উলকা বেগম বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগ দায়ের করা’র ৮ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি অপহৃতকে উদ্ধার করতে পারেনি বাঘা থানা পুলিশ। ফলে পুলিশের বিরুদ্ধে সস্থানীয়দের মনে ক্ষোবের সৃষ্টি হয়েছে। বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, পুলিশ পারে না এমন কোন কাজ নেই। তারা একটু আন্তরিক হলেই মেয়েটিকে উদ্ধার করা সম্ভব। শুনেছি মাত্তুম একজন সস্থানয়ি শিবির নেতা। এমনকি তার পরিবারও জামতের রাজনীতির সাথে সম্পৃক্ত।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান বলেন, এ ঘটনার পর রাজশাহী র্যাব-মাত্তুমের বাবা-মা’র সাথে কথা বলেছে। আমি উপজেলা জামাতের আমির মওলানা জিন্নাত আলীর সাথে কথা বলেছি। তারা দু’দিন সময় নিয়েছে। যদি এই সময়ের মধ্যে স্কুল ছাত্রীকে হাজির না করে তাহলে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম
স্কুল ছাত্রীকে অপহরণ শিবির নেতার !
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
- ৩৪৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ