ঠাকুরগাঁও প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন। ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় গণসংযোগে গিয়ে আওয়ামী লীগের নেতা মোস্তাক আলম টুলু জনগণের কাছে এ অঙ্গীকার করেন। আ.লীগ নেতা টুলু তাঁর গনসংযোগের নাম দিয়েছেন ‘নৌকার তরে, গ্রামে-গ্রামে, জনে-জনে’।
শনিবার সারাদিন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের তিলগরা, মশালডাঙ্গী, কানাভিটা, গ্রামটুলি, ইলুয়াটুলি, শিংহাড়ী, ছোট কদমতলী, বড় কদমতলী, পাড়িয়া হাট ও আমজানখোর ইউনিয়নের ধায়াপাড়া, কামাত, চিলিভিটা গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় করেন আওয়ামী লীগের নেতা মোস্তাক আলম টুলু। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে পুনরায় সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। আওয়ামী লীগের নেতা মোস্তাক আলম টুলু বলেন, ঠাকুরগাঁও-২ আসন সীমান্তবর্তী এলাকা। এ অঞ্চলের জনগণের পাশে আমি সবসময় থাকতে চাই। জনগণের দ্বারে দ্বারে গিয়ে বেশ সাড়াও পাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমাকে মনোনয়ন দিলে আশা করি বিপুল ভোটের মাধ্যমে এ আসন থেকে আমি বিজয়ী হব।
সংবাদ শিরোনাম
‘জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন আ.লীগ নেতএডভোকেট টুলু’
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১১:২৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
- ২০৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ