আজম রেহমান,সারাদিন ডেক্স: ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৩শে ডিসেম্বর ঠাকুরগাঁও জেলায় দ্বিতীয় রাউন্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ১৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ তথ্য জানানো হয়েছে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ খায়রুল কবীর।
উল্লেখ্য, জেলার ৫ উপজেলা, ৩ পৌরসভার, ১৭৭টি ওয়াডের্, ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ১৫০ জন শিশুকে ১৪০০টি টিকাদান কেন্দ্র থেকে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর এই কর্মসূচি সফল করতে প্রথম সারির সুপারভাইজার হিসেবে থাকবেন ১৭৭জন।