ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাধীনতাবিরোধী আর ফ্যাসিবাদের দোসরদের দিয়ে গনতন্ত্র পরিপুষ্ট হবেনা- শামসুজ্জামান দুদু মানুষ নতুন নেতৃত্বের জন্য মুখিয়ে আছে- বালিয়াডাঙ্গীর পথসভায়- ফারুক হাসান মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল

পীরগঞ্জের ভেমটিয়া-গুয়াগাও সর. প্রাই. স্কুলের হেডটিচারের স্কুল ফাকি

সারাদিন ডেস্ক::জেলার পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া-গুয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচারের স্কুল ফাকি’র কারনে এই স্কুলের শিক্ষার মান দিন দিন নিম্নমূখী হচ্ছে এবং উপস্থিতিও মারাত্নকভাবে হ্রাস পেয়েছে।
জানা যায় উপজেলার ভেমটিয়া-গুয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম স্কুল শুরুর দিকে আধাঘন্টা/ ১ ঘন্টা উপস্থিত থেকে উপজেলা শিক্ষা অফিস বা ইউএনও অফিসে কাজের কথা বলে প্রায় প্রতিদিনই বের হয়ে যান কিন্তু আর ফিরে আসেননা। অথচ উপজেলা অফিসের দুরত্ব এই বিদ্যালয় থেকে মাত্র ৩ কি.মি.। এই বিদ্যালয়ে একাধিকবার গিয়ে হেডটিচারের চেয়ার খালি পাওয়া যায়। তবে সেখানে একজন বহিরাগত ব্যাক্তিকে বসে থাকতে দেখা যায়। জিজ্ঞাসা করে জানা যায়, এই বহিরাগত ব্যাক্তিটি হেডটিচারের নিকটাত্বীয়। স্কুলে শিক্ষার্থী উপস্থিতিও বেশ কম পাওয়া যায়। ১৭ সেপ্টেম্বর সব ক্লাস মিলে উপস্থিতি দেখা যায় ৮০ জন। এই টিচারের ব্যাপারে উপজেলা শিক্ষা দপ্তরে বিভিন্ন ভাবে অভিযোগ করেও কোন ফল পায়নি এলাকাবাসী। স্থানীয়ত্বেও প্রভাব খাটিয়ে তিনি স্কুল ফাকি দিয়ে শিশুদের প্রয়োজনীয় শিক্ষা প্রাপ্তি থেকে বঞ্চিত করছেন। সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন এই বিদ্যালয়টির তদারকির দায়িত্বে থাকলেও প্রধান শিক্ষকের স্কুল ফাকি বন্ধ হয়নি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের কাছে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি বিধিগত ব্যবস্থা শিগগীরই গ্রহন করবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতাবিরোধী আর ফ্যাসিবাদের দোসরদের দিয়ে গনতন্ত্র পরিপুষ্ট হবেনা- শামসুজ্জামান দুদু

পীরগঞ্জের ভেমটিয়া-গুয়াগাও সর. প্রাই. স্কুলের হেডটিচারের স্কুল ফাকি

আপডেট টাইম ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮

সারাদিন ডেস্ক::জেলার পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া-গুয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচারের স্কুল ফাকি’র কারনে এই স্কুলের শিক্ষার মান দিন দিন নিম্নমূখী হচ্ছে এবং উপস্থিতিও মারাত্নকভাবে হ্রাস পেয়েছে।
জানা যায় উপজেলার ভেমটিয়া-গুয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম স্কুল শুরুর দিকে আধাঘন্টা/ ১ ঘন্টা উপস্থিত থেকে উপজেলা শিক্ষা অফিস বা ইউএনও অফিসে কাজের কথা বলে প্রায় প্রতিদিনই বের হয়ে যান কিন্তু আর ফিরে আসেননা। অথচ উপজেলা অফিসের দুরত্ব এই বিদ্যালয় থেকে মাত্র ৩ কি.মি.। এই বিদ্যালয়ে একাধিকবার গিয়ে হেডটিচারের চেয়ার খালি পাওয়া যায়। তবে সেখানে একজন বহিরাগত ব্যাক্তিকে বসে থাকতে দেখা যায়। জিজ্ঞাসা করে জানা যায়, এই বহিরাগত ব্যাক্তিটি হেডটিচারের নিকটাত্বীয়। স্কুলে শিক্ষার্থী উপস্থিতিও বেশ কম পাওয়া যায়। ১৭ সেপ্টেম্বর সব ক্লাস মিলে উপস্থিতি দেখা যায় ৮০ জন। এই টিচারের ব্যাপারে উপজেলা শিক্ষা দপ্তরে বিভিন্ন ভাবে অভিযোগ করেও কোন ফল পায়নি এলাকাবাসী। স্থানীয়ত্বেও প্রভাব খাটিয়ে তিনি স্কুল ফাকি দিয়ে শিশুদের প্রয়োজনীয় শিক্ষা প্রাপ্তি থেকে বঞ্চিত করছেন। সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন এই বিদ্যালয়টির তদারকির দায়িত্বে থাকলেও প্রধান শিক্ষকের স্কুল ফাকি বন্ধ হয়নি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের কাছে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি বিধিগত ব্যবস্থা শিগগীরই গ্রহন করবেন।