ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে ২২০ পিস টার্পেন্টাডল সহ ২ মাদক ব্যবসায়ী আটক পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের হেল্পার ও শিশু নিহত পীরগঞ্জে জুয়ার ঘাটি থেকে ৪ জুয়ারী আটক পীরগঞ্জে ৮০ পিস টার্পেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভারতীয় হাই কমিশনার সস্ত্রীক অরেঞ্জ ভ্যালি দেখতে পীরগঞ্জে আসছেন পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনার হরিণ ধরতে পেরে আবেগাপ্লুত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পূজা তিগ্যা সহ দরিদ্র পরিবারের সন্তানেরা, ঠাকুরগাঁওয়ে আবেদন ফরমের ১২০ টাকা খরচেই পুলিশে চাকরি পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের নিবার্চনে সাহেব আলী সভাপতি চান মিয়া সম্পাদক নিবার্চিত পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত পীরগঞ্জে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান

ভোট পর্যবেক্ষণে আবেদন ২১ নভেম্বরের মধ্যে

গত শুক্রবার কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে। এর আগে ২৮ নভেম্বর মনোনয়ন জমার শেষ সময়, ২ ডিসেম্বর বাছাই ও ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়। বর্তমানে পর্যবেক্ষক সংস্থা হিসেবে ইসিতে নিবন্ধিত ১১৮টি সংস্থা। এরমধ্যে অতীতে দেড় যুগ ধরে পর্যবেক্ষণে থাকা ফেমা ও ব্রতী তালিকায় নেই। সম্প্রতি বাদ পড়েছে ‘অধিকার’ও।

আশাদুল হক বলেন, “নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে ২১ নভেম্বরের মধ্যে পর্য‌বেক্ষণের বিষয়ে আবেদন করতে হবে। কোথায়, কতজন নিয়োজিত থাকবে তা আবেদনে উল্লেখ করতে হবে। নীতিমালা মেনে নির্ধারিত ফরমে এ সংক্রান্ত আবেদন করতে সংশ্লিষ্ট ১১৮টি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে আগামী মঙ্গলবার (২০ নভেম্বর) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংশ্লিষ্টদের ব্রিফ করবেন বলে জানিয়ে আশাদুল বলেন, সংস্থাগুলোকে বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। আর বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করবে বলে আশা রাখেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা করবে। দেশি-বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে অনুমোদিত কার্ড সরবরাহ প্রক্রিয়াও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে জানান ইসি কর্মকর্তা আশাদুল হক । বিএনপির বর্জনের মুখে সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নেয়, যেখানে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।বাকি ১৪৭ আসনে ভোট হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। রাজনৈতিক দলগুলো ‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে- এই যুক্তি দেখিয়ে ওই নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। ইসির পরিসংখ্যান অনুযায়ী, চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চারজন, ৩৫টি সংস্থার ৮,৮৭৪ জন দশম সংসদ নির্বাচন পর্যবেক্ষণ এবং দেশি-বিদেশি ১০,১১৫ জন সাংবাদিক নির্বাচনের খবর সংগ্রহ করেন।

তার আগে নবম সংসদ নির্বাচন দেশি-বিদেশি পর্য‌বেক্ষকদের কাছে বেশ প্রশংসা কুড়ায়। ইসির পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের ওই ভোট পর্যবেক্ষণে ছিল আন্তর্জাতিক সংস্থার ৫৯৩ জন এবং স্থানীয় ৭৫টি সংস্থার ১,৫৯,১১৩ জন। অষ্টম সংসদ নির্বাচনে ৩২ দেশের ২২৫ জন বিদেশি এবং দেশের ৬৯টি সংস্থার ২ লাখ ১৮ হাজার পর‌্যবেক্ষক নিয়োজিত ছিল। ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানান, ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে ছিল প্রায় ৪০ হাজার দেশি এবং ২৬৫ জন বিদেশি । আর ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে ৩০ হাজার দেশি ও ৫৯ জন বিদেশি পর‌্যবেক্ষক ছিল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে ২২০ পিস টার্পেন্টাডল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

ভোট পর্যবেক্ষণে আবেদন ২১ নভেম্বরের মধ্যে

আপডেট টাইম ০৭:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮

গত শুক্রবার কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে। এর আগে ২৮ নভেম্বর মনোনয়ন জমার শেষ সময়, ২ ডিসেম্বর বাছাই ও ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়। বর্তমানে পর্যবেক্ষক সংস্থা হিসেবে ইসিতে নিবন্ধিত ১১৮টি সংস্থা। এরমধ্যে অতীতে দেড় যুগ ধরে পর্যবেক্ষণে থাকা ফেমা ও ব্রতী তালিকায় নেই। সম্প্রতি বাদ পড়েছে ‘অধিকার’ও।

আশাদুল হক বলেন, “নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে ২১ নভেম্বরের মধ্যে পর্য‌বেক্ষণের বিষয়ে আবেদন করতে হবে। কোথায়, কতজন নিয়োজিত থাকবে তা আবেদনে উল্লেখ করতে হবে। নীতিমালা মেনে নির্ধারিত ফরমে এ সংক্রান্ত আবেদন করতে সংশ্লিষ্ট ১১৮টি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে আগামী মঙ্গলবার (২০ নভেম্বর) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংশ্লিষ্টদের ব্রিফ করবেন বলে জানিয়ে আশাদুল বলেন, সংস্থাগুলোকে বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। আর বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করবে বলে আশা রাখেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা করবে। দেশি-বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে অনুমোদিত কার্ড সরবরাহ প্রক্রিয়াও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে জানান ইসি কর্মকর্তা আশাদুল হক । বিএনপির বর্জনের মুখে সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নেয়, যেখানে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।বাকি ১৪৭ আসনে ভোট হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। রাজনৈতিক দলগুলো ‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে- এই যুক্তি দেখিয়ে ওই নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। ইসির পরিসংখ্যান অনুযায়ী, চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চারজন, ৩৫টি সংস্থার ৮,৮৭৪ জন দশম সংসদ নির্বাচন পর্যবেক্ষণ এবং দেশি-বিদেশি ১০,১১৫ জন সাংবাদিক নির্বাচনের খবর সংগ্রহ করেন।

তার আগে নবম সংসদ নির্বাচন দেশি-বিদেশি পর্য‌বেক্ষকদের কাছে বেশ প্রশংসা কুড়ায়। ইসির পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের ওই ভোট পর্যবেক্ষণে ছিল আন্তর্জাতিক সংস্থার ৫৯৩ জন এবং স্থানীয় ৭৫টি সংস্থার ১,৫৯,১১৩ জন। অষ্টম সংসদ নির্বাচনে ৩২ দেশের ২২৫ জন বিদেশি এবং দেশের ৬৯টি সংস্থার ২ লাখ ১৮ হাজার পর‌্যবেক্ষক নিয়োজিত ছিল। ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানান, ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণে ছিল প্রায় ৪০ হাজার দেশি এবং ২৬৫ জন বিদেশি । আর ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে ৩০ হাজার দেশি ও ৫৯ জন বিদেশি পর‌্যবেক্ষক ছিল।