মনসুর আলীঃ ঠাকুরগাঁওয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের হাটসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন।গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম গোলাম ফারুক রুবেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি সহ গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য রমেশ চন্দ্র সেনকেও এমপি নির্বাচিত করতে হবে। তাই জনগণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতা-কর্মীরা।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেনের বাজার সভা অনুষ্ঠিত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- ৯৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ