আজম রেহমান,সারাদিন ডেস্ক:: বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের বসির পাড়ায় ছাত্রলীগের একদল দুষ্কৃতিকারি রাম দা চাপাতি দেখিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী কে গণসংযোগস্থল ত্যাগ করতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। মির্জা ফখরুলের ফকির পাড়াস্থ বাসভবনে জেলা বিএনপি’র ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তাঁর সাথে ছিলেন তাঁর ছোটো মেয়ে মির্জা সাফারুহ সুমী । সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সম্পাদক পয়গাম আলী , সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
রাহাত আরা বেগম জানান, ফকির পাড়ায় নিজ কন্যাকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন তিনি। এ সময় রাম দা ও চাপাতি সজ্জিত ছাত্রলীগের একদল কর্মী অস্ত্র উঁচিয়ে তাঁদের চারপাশে ঘিরে ধরে ভয়ভীতি দেখাতে থাকে এবং এই মুহূর্তে এলাকা ছাড়বার জন্য হুমকী দেয়। তিনি জানান, প্রথমে তাদের সাথে কথা বলে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনুরোধ করেন। কিন্তু তারা রাম দা ও চাপাতি উঁচিয়ে তাঁর সাথে থাকা কর্মীদের তাড়া করে। পরিস্থিতির চাপে তিনি এলাকা ত্যাগ করেন। তিনি জানান, এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বিএনপিকে নির্বাচন থেকে সরে যাবার জন্য । তিনি প্রশাসনকে হুসিয়ার করে বলেন, যারা পাড়ায় পাড়ায় অস্ত্রসহ গিয়ে হামলা করছে এদেরকে সামলান নাহলে এই নির্বাচন কারো কাছেই গ্রহণযোগ্য ও শুষ্ঠু হবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কি নির্বাচন করার কোনো অধিকার নেই? এ ঘটনায় তিনি শাররীকভাবে আহত হননি কিন্তু মানসিকভাবে তাঁর ভেতর একটা মারাত্মক ট্রমা কাজ করছে।
অন্যদিকে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন ডেকে বিএনপি’র বিরূদ্ধে সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন জ¦ালানোর অভিযোগ করলেন মির্জ ফখরুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। তিনি রাহাত আরা বেগমের উপর হামলার ঘটনা প্রশাসন তাঁকে অবগত করেননি বলে জানান।
সংবাদ শিরোনাম
বিএনপি ও আ’লীগের পৃথক সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারনাকালে মির্জা ফখরুলের স্ত্রী-কন্যা’র উপর হামলা/ আ’লীগ নেতা জানালেন, প্রশাসন তাঁকে অবহিত করেননি
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৭:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
- ১২১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ