ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

লবন ও শ্যাম্পু দিয়ে দূর করুন খুশকি-আজম রেহমান,সারাদিন ডেস্ক::

খুশকি সমস্যায় কখনোই ভোগেননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না! কারণ এটা অতি সাধারণ একটা সমস্যা। মাথার ত্বকে নতুন কোষ তৈরি হয় এবং পুরনো কোষগুলো ঝরে যায়। এটা একটা ক্রম। কিন্তু পুরনো কোষগুলো যখন ঠিকঠাক মতো ঝরে যেতে পারে না তখন সেগুলো জমে যায় এবং ফাঙ্গাস সংক্রমনে তৈরি হয় খুশকি। আর এ সমস্যা থেকে রক্ষা পেতে শ্যাম্পুর সাথে লবণ মিশিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন চুলে। ফলে এটি চুলকে ঝলমলে করার পাশাপাশি দূর করবে খুশকি। এছাড়া চুল পড়া বন্ধ করতেও জুড়ি নেই এই শ্যাম্পুর।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

১ কাপ বেবি শ্যাম্পু নিন।

২ টেবিল চামচ সি সল্ট মেশান।

১০ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণটি শ্যাম্পুর বোতলে ভরে নিন। খুশকির সমস্যা অতিরিক্ত থাকলে পেপারমিন্ট অয়েল মেশাতে পারেন।

গোসলের সময় চুল ভিজিয়ে সাধারণ শ্যাম্পু মতো ব্যবহার করুন এই শ্যাম্পু।

উপকারিতা- 

খুশকি দূর করতে পারে লবণের শ্যাম্পু।

চুলের গোড়া থেকে ময়লা দূর করতে সাহায্য।

মাথার ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া দূর করে লবণ।

মাথার ত্বকের মরা চামড়া দূর করে।

চুল পড়া বন্ধ করে।

চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ

লবন ও শ্যাম্পু দিয়ে দূর করুন খুশকি-আজম রেহমান,সারাদিন ডেস্ক::

আপডেট টাইম ০১:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
খুশকি সমস্যায় কখনোই ভোগেননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না! কারণ এটা অতি সাধারণ একটা সমস্যা। মাথার ত্বকে নতুন কোষ তৈরি হয় এবং পুরনো কোষগুলো ঝরে যায়। এটা একটা ক্রম। কিন্তু পুরনো কোষগুলো যখন ঠিকঠাক মতো ঝরে যেতে পারে না তখন সেগুলো জমে যায় এবং ফাঙ্গাস সংক্রমনে তৈরি হয় খুশকি। আর এ সমস্যা থেকে রক্ষা পেতে শ্যাম্পুর সাথে লবণ মিশিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন চুলে। ফলে এটি চুলকে ঝলমলে করার পাশাপাশি দূর করবে খুশকি। এছাড়া চুল পড়া বন্ধ করতেও জুড়ি নেই এই শ্যাম্পুর।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

১ কাপ বেবি শ্যাম্পু নিন।

২ টেবিল চামচ সি সল্ট মেশান।

১০ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণটি শ্যাম্পুর বোতলে ভরে নিন। খুশকির সমস্যা অতিরিক্ত থাকলে পেপারমিন্ট অয়েল মেশাতে পারেন।

গোসলের সময় চুল ভিজিয়ে সাধারণ শ্যাম্পু মতো ব্যবহার করুন এই শ্যাম্পু।

উপকারিতা- 

খুশকি দূর করতে পারে লবণের শ্যাম্পু।

চুলের গোড়া থেকে ময়লা দূর করতে সাহায্য।

মাথার ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া দূর করে লবণ।

মাথার ত্বকের মরা চামড়া দূর করে।

চুল পড়া বন্ধ করে।

চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।