যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
১ কাপ বেবি শ্যাম্পু নিন।
২ টেবিল চামচ সি সল্ট মেশান।
১০ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণটি শ্যাম্পুর বোতলে ভরে নিন। খুশকির সমস্যা অতিরিক্ত থাকলে পেপারমিন্ট অয়েল মেশাতে পারেন।
গোসলের সময় চুল ভিজিয়ে সাধারণ শ্যাম্পু মতো ব্যবহার করুন এই শ্যাম্পু।
উপকারিতা-
খুশকি দূর করতে পারে লবণের শ্যাম্পু।
চুলের গোড়া থেকে ময়লা দূর করতে সাহায্য।
মাথার ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া দূর করে লবণ।
মাথার ত্বকের মরা চামড়া দূর করে।
চুল পড়া বন্ধ করে।
চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।