ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল আ. লীগ সাড়ে ১৫ বছর দেশের পরিবর্তে নিজেদেরকে সাজিয়েছে: জামায়াত আমির ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে’ ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন গণ-হত্যাকারী, সন্ত্রাশী, দুর্নীতিবাজদের বিএনপিতে জায়গা হবে না : মির্জা ফখরুল দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে

নেইমারকে নিয়ে মার্সেই কোচরে খোঁচা

 

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক::ফরাসি কাপে পিএসজির মুখোমুখি হওয়ার আগে ক্লাবটির দল-বদল নীতি ও নেইমাররে উপর নির্ভরতা নিয়ে মজা করছেনে মার্সেইয়ের কোচ রুদি গার্সিয়া।

ফরাসি কাপরে কোর্য়াটার-ফাইনালে বুধবার বাংলাদশে সময় রাত ২টায় প্রতিযোগীতাটির বর্তমান চ্যাম্পয়িনদের মাঠে খেলতে নামবে মার্সেই।

গত রোববার লীগ ওয়ানেও মুখোমুখি হয়েছিল দল দুটি।পিএসজির ৩-০ গোলে জিতে ওই লড়াইয়ে নেইমারের ডান পায়ের গোঁড়ালির গাট মচকে যায়; ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়। ব্রাজিলিয়ান এই ফরোর্য়াডের মাঠে ফিরতে ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন তার বাবা।

মার্সেইকে বিপদে ফেলতে উনাই এমেরির দলে অনেক বিকল্প আছে বলে মনে করেন গাসিয়া। তবে নেইমারের চোট দলটিকে অন্যান্য জায়গায় পিছিয়ে দিয়েছে বলে মত এই কোচের।

তিনি দিনের ব্যবধানে পিএসজির বিপক্ষে আরও একটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্সিয়া বলেন, “যদি নেইমার না থাকে তাহলে আনহেল দি মারিয়া থাকবে। তবে আমরা দেখবে কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি খেলে কিনা। কেননা এই সপ্তাহের পরই রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের ম্যাচ।”

“চ্যাম্পিয়ান্স লিগ জয়ের জন্য এই দল (পিএসজি) গড়া হয়েছে।তারা যদি এটা না পারে তাহলে তা ব্যর্থতা হবে। তারা ৪০ কোটি ইউরো বিনিয়োগ করেছ।এর মধ্যে ২২ কোটি ২০ লাখ ইউরো (নেইমার) আছে হাসপাতালে চিকিৎসাধীন।”

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল

নেইমারকে নিয়ে মার্সেই কোচরে খোঁচা

আপডেট টাইম ০৮:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

 

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক::ফরাসি কাপে পিএসজির মুখোমুখি হওয়ার আগে ক্লাবটির দল-বদল নীতি ও নেইমাররে উপর নির্ভরতা নিয়ে মজা করছেনে মার্সেইয়ের কোচ রুদি গার্সিয়া।

ফরাসি কাপরে কোর্য়াটার-ফাইনালে বুধবার বাংলাদশে সময় রাত ২টায় প্রতিযোগীতাটির বর্তমান চ্যাম্পয়িনদের মাঠে খেলতে নামবে মার্সেই।

গত রোববার লীগ ওয়ানেও মুখোমুখি হয়েছিল দল দুটি।পিএসজির ৩-০ গোলে জিতে ওই লড়াইয়ে নেইমারের ডান পায়ের গোঁড়ালির গাট মচকে যায়; ভাঙে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড়। ব্রাজিলিয়ান এই ফরোর্য়াডের মাঠে ফিরতে ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন তার বাবা।

মার্সেইকে বিপদে ফেলতে উনাই এমেরির দলে অনেক বিকল্প আছে বলে মনে করেন গাসিয়া। তবে নেইমারের চোট দলটিকে অন্যান্য জায়গায় পিছিয়ে দিয়েছে বলে মত এই কোচের।

তিনি দিনের ব্যবধানে পিএসজির বিপক্ষে আরও একটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্সিয়া বলেন, “যদি নেইমার না থাকে তাহলে আনহেল দি মারিয়া থাকবে। তবে আমরা দেখবে কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি খেলে কিনা। কেননা এই সপ্তাহের পরই রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের ম্যাচ।”

“চ্যাম্পিয়ান্স লিগ জয়ের জন্য এই দল (পিএসজি) গড়া হয়েছে।তারা যদি এটা না পারে তাহলে তা ব্যর্থতা হবে। তারা ৪০ কোটি ইউরো বিনিয়োগ করেছ।এর মধ্যে ২২ কোটি ২০ লাখ ইউরো (নেইমার) আছে হাসপাতালে চিকিৎসাধীন।”