ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল আ. লীগ সাড়ে ১৫ বছর দেশের পরিবর্তে নিজেদেরকে সাজিয়েছে: জামায়াত আমির ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে’ ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন গণ-হত্যাকারী, সন্ত্রাশী, দুর্নীতিবাজদের বিএনপিতে জায়গা হবে না : মির্জা ফখরুল দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে

প্রতিশোধ পরায়ণ মানুষ চেনার উপায়

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক::
কী কারণে মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সে কারণ খুঁজতে গিয়ে গবেষকরা দেখতে পান ‘স্যাডস্টি’দেরই প্রতিশোধ পরায়ণ হওয়ার সম্ভাবনা বশে।

 

সফল হতে নিতে হবে বড় পরিকল্পনা

সন্তান বেড়ে উঠুক সুন্দর মানসিকতায়

তার মনে কি শুধুই আপনি!

সঙ্গীকে বলার আগে সাবধান

ভবিষ্যতে নাশকতামূলক র্কমকাণ্ডে জড়াতে পারে এমন মানুষকে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াই ছিল গবেষকদের উদ্দেশ্য।

যেসব মানুষ অপরকে কষ্ট দিতে কিংবা নির্যাতন করতে পছন্দ করে এবং মানুষকে কষ্টের মোকাবেলা করতে দেখে যারা আনন্দ পায়, তাদেরই প্রতিশোধ পরায়ন হয়ে ওঠার সম্ভাবনা বেশি, বলেছে এই গবেষণা।

র্ভাজিনিয়া কমনয়লেথ ইউনিভার্সিটির গবেষকদের মতে, “স্যাডিজম’ হল একটি প্রভাবশালী ব্যক্তিত্বের বৈশিষ্ট যা মানুষের প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করে।”

এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডেভিড চেস্টার বলেন, “একজন প্রতিশোধ পরায়ণ মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট সর্ম্পকে জানতে চেয়েছিলাম আমরা। জীবনে প্রতিটি মানুষেই কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হয়েছেন। তবে কেউ তার প্রতিশোধ নিতে চান কেউ আবার চান না।”

তিনি আরও বলনে, “আমরা যা খূঁজে পেয়েছি তার সারর্মম হল, প্রতিশোধ সেই নিতে চায়, যে সেটাতে আনন্দ পায়।”

৬৭৩ জন শিক্ষাথীকে নিয়ে এই গবেষণা করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের কিছু প্রশ্নে উত্তর দিতে বলা হয় যা থকেে একজন মানুষরে প্রকৃত আচরণ সর্ম্পকে ধারণা পাওয়া যাবে বলে গবেষকদের বিশ্বাস।

“যে আমাকে উসকানী দেয়, আমার দেওয়া শাস্তি তার প্রাপ্য।”, “যদি আমার সঙ্গে অন্যায় হয়, তবে তার প্রতিশোধ না নেওয়া র্পযন্ত আমার শান্তি নেই।” এমনই কিছু বাক্যের সঙ্গে অংশগ্রহণকারীরা সর্মথন করেন কিনা তা জানতে চাওয়া হয় অংশগ্রহণকারীদের কাছে।

কোন বিষয়টা মানুষকে প্রতিশোধ নেওয়ার জন্য উৎসাহীত করে সে সর্ম্পকে গভীর জ্ঞান থাকলে কে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে তা আগেভাগেই চিহ্নিত করতে পারবেন গবেষকরা, নিতে পারবেন প্রয়োজনীয় পদক্ষেপও।

চেস্টার বলনে, “সহিংস কোনো ঘটনা ঘটার আগেই কার প্রতিশোধের নেশায় মত্ত হওয়ার আশঙ্কা বেশি সেটা জানতে পারলে অসংখ্য র্দুঘটনা এড়ানো সম্ভব হতে পারে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল

প্রতিশোধ পরায়ণ মানুষ চেনার উপায়

আপডেট টাইম ০৮:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক::
কী কারণে মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সে কারণ খুঁজতে গিয়ে গবেষকরা দেখতে পান ‘স্যাডস্টি’দেরই প্রতিশোধ পরায়ণ হওয়ার সম্ভাবনা বশে।

 

সফল হতে নিতে হবে বড় পরিকল্পনা

সন্তান বেড়ে উঠুক সুন্দর মানসিকতায়

তার মনে কি শুধুই আপনি!

সঙ্গীকে বলার আগে সাবধান

ভবিষ্যতে নাশকতামূলক র্কমকাণ্ডে জড়াতে পারে এমন মানুষকে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াই ছিল গবেষকদের উদ্দেশ্য।

যেসব মানুষ অপরকে কষ্ট দিতে কিংবা নির্যাতন করতে পছন্দ করে এবং মানুষকে কষ্টের মোকাবেলা করতে দেখে যারা আনন্দ পায়, তাদেরই প্রতিশোধ পরায়ন হয়ে ওঠার সম্ভাবনা বেশি, বলেছে এই গবেষণা।

র্ভাজিনিয়া কমনয়লেথ ইউনিভার্সিটির গবেষকদের মতে, “স্যাডিজম’ হল একটি প্রভাবশালী ব্যক্তিত্বের বৈশিষ্ট যা মানুষের প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করে।”

এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডেভিড চেস্টার বলেন, “একজন প্রতিশোধ পরায়ণ মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট সর্ম্পকে জানতে চেয়েছিলাম আমরা। জীবনে প্রতিটি মানুষেই কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হয়েছেন। তবে কেউ তার প্রতিশোধ নিতে চান কেউ আবার চান না।”

তিনি আরও বলনে, “আমরা যা খূঁজে পেয়েছি তার সারর্মম হল, প্রতিশোধ সেই নিতে চায়, যে সেটাতে আনন্দ পায়।”

৬৭৩ জন শিক্ষাথীকে নিয়ে এই গবেষণা করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের কিছু প্রশ্নে উত্তর দিতে বলা হয় যা থকেে একজন মানুষরে প্রকৃত আচরণ সর্ম্পকে ধারণা পাওয়া যাবে বলে গবেষকদের বিশ্বাস।

“যে আমাকে উসকানী দেয়, আমার দেওয়া শাস্তি তার প্রাপ্য।”, “যদি আমার সঙ্গে অন্যায় হয়, তবে তার প্রতিশোধ না নেওয়া র্পযন্ত আমার শান্তি নেই।” এমনই কিছু বাক্যের সঙ্গে অংশগ্রহণকারীরা সর্মথন করেন কিনা তা জানতে চাওয়া হয় অংশগ্রহণকারীদের কাছে।

কোন বিষয়টা মানুষকে প্রতিশোধ নেওয়ার জন্য উৎসাহীত করে সে সর্ম্পকে গভীর জ্ঞান থাকলে কে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে তা আগেভাগেই চিহ্নিত করতে পারবেন গবেষকরা, নিতে পারবেন প্রয়োজনীয় পদক্ষেপও।

চেস্টার বলনে, “সহিংস কোনো ঘটনা ঘটার আগেই কার প্রতিশোধের নেশায় মত্ত হওয়ার আশঙ্কা বেশি সেটা জানতে পারলে অসংখ্য র্দুঘটনা এড়ানো সম্ভব হতে পারে।