ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক আন্দোলনকারী কর্মকর্তাদের ‘কঠোর বার্তা’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী: সিইসি পুনরুজ্জীবিত হচ্ছে পদ্মা সেতু ‘দুর্নীতি’ মামলা ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না- ঠাকুরগাঁওয়ে ডা. শফিকুর রহমান সকল ধর্মের মানুষদের নিয়ে ‌সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’ সমাবেশ উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরের বদলীজনিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল আ. লীগ সাড়ে ১৫ বছর দেশের পরিবর্তে নিজেদেরকে সাজিয়েছে: জামায়াত আমির

সাংবাদিক মরলে কার কী!

আরিফুর রহমান দোলন:: সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের মৃত্যুর খবরটি যখন পাই তখন রাত সোয়া ১০টা। সবে রাতের খাওয়া শুরু করেছি। প্রিয় সংবাদকর্মীর আচমকা এই মৃত্যুর খবরের পর গলা দিয়ে খাবার আর নামে না। উঠে পড়লাম ডাইনিং টেবিল থেকে। নিজের অজান্তেই কিছুক্ষণ পায়চারি করলাম। জীবন কত তুচ্ছ! নিমিষেই ঝরে গেল একটি তাজা প্রাণ-একজন প্রাণবন্ত, পরিশ্রমী সংবাদকর্মী এভাবে চলে যাবেন! ভাবতে থাকি। রাতের ঘুম আর হয় না। সেহরি খেয়ে শুয়ে শুয়ে ভাবি আচ্ছা সাংবাদিকের প্রাণ কি আরও তুচ্ছ? সাংবাদিক মরলে কার কী! এই ভাবনাই মাথার মধ্যে ঘুরপাক খায়।

মোটামুটি আমরা সবাই নিশ্চিত যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কয়েক মিনিট পর থেকেই আমরা সাংবাদিক সমাজ শোক জানাচ্ছি। ফেসবুক জুড়ে মৃত সাংবাদিকের ছবি আর আবেগঘন কথাবার্তা। শোক জানাচ্ছেন রাজনীতিক, মন্ত্রী, সাংসদ, আমলাসহ আরও অনেকে। যারা ব্যক্তিগতভাবে তাকে চিনতেন, জানতেন। কয়েকদিন এরকমই চলবে। হয়তো প্রেসক্লাব, বিভক্ত সাংবাদিক ইউনিয়নগুলোর অফিস ঘিরে কালো কাপড়ের শোক ব্যানার টাঙানো হবে। একইরকম ব্যানার হয়তো থাকবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আর তার শেষ কর্মস্থলসহ আগের দু’একটি কর্মস্থলেও। ব্যস! ওই পর্যন্তই। এরপর থেমে যাবে আলোচনা, শোক শেষ হবে। পরিবার মুখোমুখি হবে এক কঠিন বাস্তবতার।

কীভাবে চলবে সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের সংসার? কল্যাণ গড়ে ওঠা একাধিক সংগঠন? আমরা কিচ্ছু জানি না। এত অনিশ্চয়তা, এত দ্রুত প্রয়োজন ফুরিয়ে যাওয়া আর কোনো পেশায় আছে কি? শুধুমাত্র সাংবাদিকতা পেশা ছাড়া?

সংকটে দায়িত্ব পালনকালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশ ও প্রজাতন্ত্রের অন্য কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজনমতো ঝুঁকি ভাতা পাবেন। আর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কোনো দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার পদমর্যাদা অনুসারে এককালীন বিশেষ অর্থ সহায়তা পাবেন। থাকবে বিমার ব্যবস্থা। এরকম একগুচ্ছ সামাজিক সুরক্ষা ব্যবস্থা থাকবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এই প্রণোদনা, উৎসাহমূলক আয়োজন এর ঘোষণা এসেছে খোদ দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। খুবই সাধুবাদযোগ্য এই পদক্ষেপ। এতে অনেকের মধ্যে দায়িত্বপালনের ভীতি কাটবে। ঝুঁকি নেওয়ার প্রবণতাও বাড়বে। যদিও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশের একজন নাগরিকেরও মৃত্যু না হোক এটাই আমাদের চাওয়া। তবু উপার্জনক্ষম ব্যক্তিটি যখন হঠাৎই চলে যান তখন যে কঠিন অনিশ্চয়তায় পড়ে গোটা পরিবার তা সামলানোর চিন্তাও তো এসে পড়ে। বিশেষত অকাল প্রয়াত ব্যক্তিটি যদি রাষ্ট্রের বা সমাজের কাজে নিজেকে নিয়োজিত রাখেন শেষ পর্যন্ত তাহলে রাষ্ট্র বা সমাজ কোনো দায় নেবে না? আমরা প্রীত যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তবু কিছুটা রাষ্ট্রের আনুকূল্য পাচ্ছেন কোনো না কোনোভাবে।

কিন্তু সাংবাদিক? কিংবা গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন যেসব কর্মকর্তা-কর্মচারী তাদের কি কোনো ধরনের নিরাপত্তা আছে? পেশাগত নিরাপত্তা একেবারেই নেই সাংবাদিক-কর্মচারীর। নেই আর্থিক, সামাজিক, নিরাপত্তা। আর এতো নেই নেই এর মাঝে এই সংবাদকর্মীরাই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। একদিকে মানুষের কাছে দেশের বিদেশের সর্বশেষ রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, খেলাধুলা, বিনোদনসহ সব খবর পৌঁছে দিচ্ছেন। অন্যদিকে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে নিরবচ্ছিন্নভাবে সামাজিক দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে সবার লাগে এই গণমাধ্যম আর গণমাধ্যমকর্মী। প্রয়োজন ফুরিয়ে গেলে গণমাধ্যম কর্মীদের ছিদ্র অন্বেষণই দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিতদের একমাত্র কাজ। এমনই মনে হয় আজকাল।

যত দিন যাচ্ছে গণমাধ্যমকর্মীরা অবহেলার পাত্র হয়ে উঠছেন, এটি স্পষ্ট। ‘মিডিয়া’ বা গণমাধ্যমকে যতই ‘ফোর্থ এস্টেট’ বলা হোক না কেন বাস্তবে আমরা যা পাচ্ছি তা হলো গণমাধ্যম কর্মী মানেই এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র ক্ষেত্র বিশেষ। গণমাধ্যমকর্মীদের জন্য যে রাষ্ট্রীয় বা সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই এটা তো বহুকাল ধরেই প্রতিষ্ঠিত। ক্ষেত্র বিশেষ যে নাগরিক অধিকার পাওয়ার কথা একজন সংবাদকর্মীর, তাও উপেক্ষিত। কটা উদাহরণ দেব?

কুড়িগ্রামে জেলা প্রশাসনের হাতে মধ্যযুগীয় বর্বরতায় প্রহৃত সাংবাদিক আরিফুল ইসলামের ঘটনার প্রকৃত বিচার কি হয়েছে? হয়নি। জেলা প্রশাসক ক্ষমতার অপব্যবহার করেছেন মর্মে তাকে প্রত্যাহার করা হয়েছে মাত্র। কী ফৌজদারী অপরাধ করে পার পেয়ে গেছেন প্রশাসনের ওই কর্মকর্তা ও (উপসচিব, সুলতানা পারভীন) তার সহযোগী অন্য কর্মকর্তারা। মিডিয়ায় বহুল প্রচারের কারণে হয়তো ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল সাংবাদিক নিগ্রহের সাথে জড়িত কর্মকর্তারা উপযুক্ত শাস্তি পাবেন। কিন্তু তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা ছাড়া আদৌ আর কিছু হয়নি। হবেও না, কারণ এটি কার্যত প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, সাংবাদিক নিগ্রহ করলে কিছু হয় না। যেখানে সাংবাদিক খুন হলে একটা চার্জশিট পর্যন্ত হয় না সেখানে সাংবাদিক নিগ্রহের বিচার চাওয়াও তো বোকামি!

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি কি খুব হননি? বছরের পর বছর পার হয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে স্বীকৃত র‌্যাব এর কূলকিনারা করতে পারে না। এটা কি বিশ্বাসযোগ্য? যে র‌্যাব দেশ থেকে জঙ্গিবাদের শিকড় উৎপাটনে মুখ্য ভূমিকা রাখতে পারে সেই র‌্যাব একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে দিশা খুঁজে পাবে না, এটি মানা যায় না। হয়তো খুন হয়ে যাওয়া দুজন সাংবাদিক বলেই গাছাড়া ভাব। সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ৭২ বার। এটা কি মেনে নেওয়া যায়?

সাংবাদিকরা যে সরকারি দায়িত্বশীলদের কতটা প্রকৃত গুরুত্ব আর মনোযোগ পান তার উদাহরণ দিতে গেলে ২০ বছর আগে খুন হয়ে যাওয়া যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক শামসুর রহমানের নাম আসবেই। আলোচিত এই সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। যশোরের আরেক প্রতিশ্রুতিশীল সাংবাদিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যা মামলা ঝুলে আছে ২২ বছর ধরে। ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে কর্মস্থল থেকে বেজপাড়ার নিজ বাসভবনে ফেরার পথে সন্ত্রাসীদের বোমার আঘাতে খুন হয়েছিলেন সম্পাদক সাইফুল আলম মুকুল। একুশে পদক পাওয়া দৈনিক সংবাদের খুলনা প্রতিনিধি মানিক সাহা হত্যাকাণ্ডে ৯ জনের যাবজ্জীবন সাজা হয়েছে। আর সমকালের ফরিদপুর প্রতিনিধি গৌতম দাস হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজা হয়েছে ৫ জনের। কিন্তু উভয়ের পরিবারই মনে করে ন্যায্য বিচার তারা পায়নি। বিশেষত মামলার তদন্তে হত্যাকাণ্ডের আসল হোতাদের বের করা যায়নি।

খুলনার প্রবীণ সাংবাদিক দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ূন কবীর বালু হত্যায় কোনো বিচার হয়েছে গত ১৬ বছরে? বরং ২০০৪ সালের ২৭ জুন বোমা হামলায় খুন হওয়া ঘটনার মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি আসামিদের বেকসুর খালাসও দেন তৎকালীন জেলা ও দায়রা জজ সালাম শিকদার। এ ঘটনায় নিহত সাংবাদিক বালুর স্বজনেরা মামলাটি আবারও তদন্তের দাবি করলে সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাইয়ুম শিকদার তদন্তের দায়িত্ব পান। বিস্ময়করভাবে ৭ বছর ধরে তদন্ত করে সিআইডি যে তদন্ত প্রতিবেদন দেয় সেখানে হত্যাকাণ্ডের কোনো সাক্ষ্য বর্ণিত হয়নি। সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক স. ম আলাউদ্দীন হত্যাকাণ্ডের বিচার হয়নি গত ২৪ বছরেও। ১৯৯৬ সালের ১৯ জুন রাত ১০টা ২৩ মিনিটে নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় খুনির রাইফেলের গুলিতে খুন হন সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা, সম্পাদক স. ম আলাউদ্দীন। ২০০২ সালে খুলনার পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদের হত্যাকাণ্ডের কোনো বিচার হয়েছে বলে আমরা জানি না।

২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রকাশ্য দিবালোকে খুন হওয়া আবদুল হাকিম শিমুলের পরিবারের খোঁজ কেউ রাখেন? ২০১৬ সালের ২৫ এপ্রিল খুন হওয়া সাংবাদিক জুলহাজ মান্নানের পরিবার খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে কি-না আমরা কেউ বলতে পারবো? প্রতিশ্রুতিশীল প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যাকাণ্ডের কি বিচার তার পরিবার পেয়েছে? ২০১৪ সালের ৪ মার্চ খুন হওয়া সাপ্তাহিক অপরাধ দমনের অপরাধ প্রতিবেদক শাহ আলম মোল্লা হত্যা মামলা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে হিমঘরে চলে গেছে। এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে। ভুক্তভোগীদের পরিবার যে কী অসহায়, মানবেতর জীবন-যাপন করছে কে রাখছে সেই খবর? অথচ জীবনবাজি রেখে দেশের সমাজের জন্যে কাজ করে যাচ্ছেন এই সংবাদকর্মীরা।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিক হুমায়ূন কবীর খোকন হয়তো এই রোগের প্রথম শিকার। তালিকায় যে আরও সংবাদকর্মী নাই বা থাকবে না কে জানে? হঠাৎই যদি এভাবে কাজ করতে করতে কোনো সংবাদকর্মীর জীবন প্রদীপ নিভে যায়! কী হবে তাঁর পরিবারের? এই চিন্তা কি আমাদের আছে? আছে কোনো যথোপযোগী উদ্যোগ সংশ্লিষ্টদের? জানি, নেই। এমনিতেই বৈরী সময় পার করছে গণমাধ্যম। তার ওপর করোনার ধাক্কা। নিয়মিত বেতন-ভাতা পাওনা নিয়েই যখন অধিকাংশ গণমাধ্যম কর্মীরা ভেতরে ভেতরে অনিশ্চয়তায় ভুগছে সেখানে করোনার কারণে তাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, নিরাপত্তার চিন্তা করার সামর্থ্য কয়টা গণমাধ্যম প্রতিষ্ঠানের আছে? এই চিন্তা, উদ্যোগ নিতে হবে সরকারকেই। কারণ গণমাধ্যম কাজ করে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য।

লেখক: সম্পাদক, দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক

সাংবাদিক মরলে কার কী!

আপডেট টাইম ০২:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

আরিফুর রহমান দোলন:: সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের মৃত্যুর খবরটি যখন পাই তখন রাত সোয়া ১০টা। সবে রাতের খাওয়া শুরু করেছি। প্রিয় সংবাদকর্মীর আচমকা এই মৃত্যুর খবরের পর গলা দিয়ে খাবার আর নামে না। উঠে পড়লাম ডাইনিং টেবিল থেকে। নিজের অজান্তেই কিছুক্ষণ পায়চারি করলাম। জীবন কত তুচ্ছ! নিমিষেই ঝরে গেল একটি তাজা প্রাণ-একজন প্রাণবন্ত, পরিশ্রমী সংবাদকর্মী এভাবে চলে যাবেন! ভাবতে থাকি। রাতের ঘুম আর হয় না। সেহরি খেয়ে শুয়ে শুয়ে ভাবি আচ্ছা সাংবাদিকের প্রাণ কি আরও তুচ্ছ? সাংবাদিক মরলে কার কী! এই ভাবনাই মাথার মধ্যে ঘুরপাক খায়।

মোটামুটি আমরা সবাই নিশ্চিত যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কয়েক মিনিট পর থেকেই আমরা সাংবাদিক সমাজ শোক জানাচ্ছি। ফেসবুক জুড়ে মৃত সাংবাদিকের ছবি আর আবেগঘন কথাবার্তা। শোক জানাচ্ছেন রাজনীতিক, মন্ত্রী, সাংসদ, আমলাসহ আরও অনেকে। যারা ব্যক্তিগতভাবে তাকে চিনতেন, জানতেন। কয়েকদিন এরকমই চলবে। হয়তো প্রেসক্লাব, বিভক্ত সাংবাদিক ইউনিয়নগুলোর অফিস ঘিরে কালো কাপড়ের শোক ব্যানার টাঙানো হবে। একইরকম ব্যানার হয়তো থাকবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আর তার শেষ কর্মস্থলসহ আগের দু’একটি কর্মস্থলেও। ব্যস! ওই পর্যন্তই। এরপর থেমে যাবে আলোচনা, শোক শেষ হবে। পরিবার মুখোমুখি হবে এক কঠিন বাস্তবতার।

কীভাবে চলবে সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের সংসার? কল্যাণ গড়ে ওঠা একাধিক সংগঠন? আমরা কিচ্ছু জানি না। এত অনিশ্চয়তা, এত দ্রুত প্রয়োজন ফুরিয়ে যাওয়া আর কোনো পেশায় আছে কি? শুধুমাত্র সাংবাদিকতা পেশা ছাড়া?

সংকটে দায়িত্ব পালনকালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশ ও প্রজাতন্ত্রের অন্য কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজনমতো ঝুঁকি ভাতা পাবেন। আর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কোনো দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার পদমর্যাদা অনুসারে এককালীন বিশেষ অর্থ সহায়তা পাবেন। থাকবে বিমার ব্যবস্থা। এরকম একগুচ্ছ সামাজিক সুরক্ষা ব্যবস্থা থাকবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এই প্রণোদনা, উৎসাহমূলক আয়োজন এর ঘোষণা এসেছে খোদ দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। খুবই সাধুবাদযোগ্য এই পদক্ষেপ। এতে অনেকের মধ্যে দায়িত্বপালনের ভীতি কাটবে। ঝুঁকি নেওয়ার প্রবণতাও বাড়বে। যদিও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশের একজন নাগরিকেরও মৃত্যু না হোক এটাই আমাদের চাওয়া। তবু উপার্জনক্ষম ব্যক্তিটি যখন হঠাৎই চলে যান তখন যে কঠিন অনিশ্চয়তায় পড়ে গোটা পরিবার তা সামলানোর চিন্তাও তো এসে পড়ে। বিশেষত অকাল প্রয়াত ব্যক্তিটি যদি রাষ্ট্রের বা সমাজের কাজে নিজেকে নিয়োজিত রাখেন শেষ পর্যন্ত তাহলে রাষ্ট্র বা সমাজ কোনো দায় নেবে না? আমরা প্রীত যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তবু কিছুটা রাষ্ট্রের আনুকূল্য পাচ্ছেন কোনো না কোনোভাবে।

কিন্তু সাংবাদিক? কিংবা গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন যেসব কর্মকর্তা-কর্মচারী তাদের কি কোনো ধরনের নিরাপত্তা আছে? পেশাগত নিরাপত্তা একেবারেই নেই সাংবাদিক-কর্মচারীর। নেই আর্থিক, সামাজিক, নিরাপত্তা। আর এতো নেই নেই এর মাঝে এই সংবাদকর্মীরাই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। একদিকে মানুষের কাছে দেশের বিদেশের সর্বশেষ রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, খেলাধুলা, বিনোদনসহ সব খবর পৌঁছে দিচ্ছেন। অন্যদিকে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে নিরবচ্ছিন্নভাবে সামাজিক দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে সবার লাগে এই গণমাধ্যম আর গণমাধ্যমকর্মী। প্রয়োজন ফুরিয়ে গেলে গণমাধ্যম কর্মীদের ছিদ্র অন্বেষণই দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিতদের একমাত্র কাজ। এমনই মনে হয় আজকাল।

যত দিন যাচ্ছে গণমাধ্যমকর্মীরা অবহেলার পাত্র হয়ে উঠছেন, এটি স্পষ্ট। ‘মিডিয়া’ বা গণমাধ্যমকে যতই ‘ফোর্থ এস্টেট’ বলা হোক না কেন বাস্তবে আমরা যা পাচ্ছি তা হলো গণমাধ্যম কর্মী মানেই এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র ক্ষেত্র বিশেষ। গণমাধ্যমকর্মীদের জন্য যে রাষ্ট্রীয় বা সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই এটা তো বহুকাল ধরেই প্রতিষ্ঠিত। ক্ষেত্র বিশেষ যে নাগরিক অধিকার পাওয়ার কথা একজন সংবাদকর্মীর, তাও উপেক্ষিত। কটা উদাহরণ দেব?

কুড়িগ্রামে জেলা প্রশাসনের হাতে মধ্যযুগীয় বর্বরতায় প্রহৃত সাংবাদিক আরিফুল ইসলামের ঘটনার প্রকৃত বিচার কি হয়েছে? হয়নি। জেলা প্রশাসক ক্ষমতার অপব্যবহার করেছেন মর্মে তাকে প্রত্যাহার করা হয়েছে মাত্র। কী ফৌজদারী অপরাধ করে পার পেয়ে গেছেন প্রশাসনের ওই কর্মকর্তা ও (উপসচিব, সুলতানা পারভীন) তার সহযোগী অন্য কর্মকর্তারা। মিডিয়ায় বহুল প্রচারের কারণে হয়তো ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল সাংবাদিক নিগ্রহের সাথে জড়িত কর্মকর্তারা উপযুক্ত শাস্তি পাবেন। কিন্তু তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা ছাড়া আদৌ আর কিছু হয়নি। হবেও না, কারণ এটি কার্যত প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, সাংবাদিক নিগ্রহ করলে কিছু হয় না। যেখানে সাংবাদিক খুন হলে একটা চার্জশিট পর্যন্ত হয় না সেখানে সাংবাদিক নিগ্রহের বিচার চাওয়াও তো বোকামি!

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি কি খুব হননি? বছরের পর বছর পার হয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে স্বীকৃত র‌্যাব এর কূলকিনারা করতে পারে না। এটা কি বিশ্বাসযোগ্য? যে র‌্যাব দেশ থেকে জঙ্গিবাদের শিকড় উৎপাটনে মুখ্য ভূমিকা রাখতে পারে সেই র‌্যাব একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে দিশা খুঁজে পাবে না, এটি মানা যায় না। হয়তো খুন হয়ে যাওয়া দুজন সাংবাদিক বলেই গাছাড়া ভাব। সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ৭২ বার। এটা কি মেনে নেওয়া যায়?

সাংবাদিকরা যে সরকারি দায়িত্বশীলদের কতটা প্রকৃত গুরুত্ব আর মনোযোগ পান তার উদাহরণ দিতে গেলে ২০ বছর আগে খুন হয়ে যাওয়া যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক শামসুর রহমানের নাম আসবেই। আলোচিত এই সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। যশোরের আরেক প্রতিশ্রুতিশীল সাংবাদিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যা মামলা ঝুলে আছে ২২ বছর ধরে। ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে কর্মস্থল থেকে বেজপাড়ার নিজ বাসভবনে ফেরার পথে সন্ত্রাসীদের বোমার আঘাতে খুন হয়েছিলেন সম্পাদক সাইফুল আলম মুকুল। একুশে পদক পাওয়া দৈনিক সংবাদের খুলনা প্রতিনিধি মানিক সাহা হত্যাকাণ্ডে ৯ জনের যাবজ্জীবন সাজা হয়েছে। আর সমকালের ফরিদপুর প্রতিনিধি গৌতম দাস হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজা হয়েছে ৫ জনের। কিন্তু উভয়ের পরিবারই মনে করে ন্যায্য বিচার তারা পায়নি। বিশেষত মামলার তদন্তে হত্যাকাণ্ডের আসল হোতাদের বের করা যায়নি।

খুলনার প্রবীণ সাংবাদিক দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ূন কবীর বালু হত্যায় কোনো বিচার হয়েছে গত ১৬ বছরে? বরং ২০০৪ সালের ২৭ জুন বোমা হামলায় খুন হওয়া ঘটনার মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি আসামিদের বেকসুর খালাসও দেন তৎকালীন জেলা ও দায়রা জজ সালাম শিকদার। এ ঘটনায় নিহত সাংবাদিক বালুর স্বজনেরা মামলাটি আবারও তদন্তের দাবি করলে সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাইয়ুম শিকদার তদন্তের দায়িত্ব পান। বিস্ময়করভাবে ৭ বছর ধরে তদন্ত করে সিআইডি যে তদন্ত প্রতিবেদন দেয় সেখানে হত্যাকাণ্ডের কোনো সাক্ষ্য বর্ণিত হয়নি। সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক স. ম আলাউদ্দীন হত্যাকাণ্ডের বিচার হয়নি গত ২৪ বছরেও। ১৯৯৬ সালের ১৯ জুন রাত ১০টা ২৩ মিনিটে নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় খুনির রাইফেলের গুলিতে খুন হন সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা, সম্পাদক স. ম আলাউদ্দীন। ২০০২ সালে খুলনার পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদের হত্যাকাণ্ডের কোনো বিচার হয়েছে বলে আমরা জানি না।

২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রকাশ্য দিবালোকে খুন হওয়া আবদুল হাকিম শিমুলের পরিবারের খোঁজ কেউ রাখেন? ২০১৬ সালের ২৫ এপ্রিল খুন হওয়া সাংবাদিক জুলহাজ মান্নানের পরিবার খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে কি-না আমরা কেউ বলতে পারবো? প্রতিশ্রুতিশীল প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যাকাণ্ডের কি বিচার তার পরিবার পেয়েছে? ২০১৪ সালের ৪ মার্চ খুন হওয়া সাপ্তাহিক অপরাধ দমনের অপরাধ প্রতিবেদক শাহ আলম মোল্লা হত্যা মামলা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে হিমঘরে চলে গেছে। এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে। ভুক্তভোগীদের পরিবার যে কী অসহায়, মানবেতর জীবন-যাপন করছে কে রাখছে সেই খবর? অথচ জীবনবাজি রেখে দেশের সমাজের জন্যে কাজ করে যাচ্ছেন এই সংবাদকর্মীরা।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিক হুমায়ূন কবীর খোকন হয়তো এই রোগের প্রথম শিকার। তালিকায় যে আরও সংবাদকর্মী নাই বা থাকবে না কে জানে? হঠাৎই যদি এভাবে কাজ করতে করতে কোনো সংবাদকর্মীর জীবন প্রদীপ নিভে যায়! কী হবে তাঁর পরিবারের? এই চিন্তা কি আমাদের আছে? আছে কোনো যথোপযোগী উদ্যোগ সংশ্লিষ্টদের? জানি, নেই। এমনিতেই বৈরী সময় পার করছে গণমাধ্যম। তার ওপর করোনার ধাক্কা। নিয়মিত বেতন-ভাতা পাওনা নিয়েই যখন অধিকাংশ গণমাধ্যম কর্মীরা ভেতরে ভেতরে অনিশ্চয়তায় ভুগছে সেখানে করোনার কারণে তাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, নিরাপত্তার চিন্তা করার সামর্থ্য কয়টা গণমাধ্যম প্রতিষ্ঠানের আছে? এই চিন্তা, উদ্যোগ নিতে হবে সরকারকেই। কারণ গণমাধ্যম কাজ করে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য।

লেখক: সম্পাদক, দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময়।