ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই পন্চাশোর্ধ বয়সের। বুধবার সন্ধ্যায় রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী এলাকার এক ব্যাক্তি। একই দিনে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্যক্তিগত
কাজে বের হয়ে পথেই মারা যান জেলার পীরগঞ্জ উপজেলার এক ব্যক্তি। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করলেন ৫ জন, আর মোট আক্রান্ত ৩০৬।
এছাড়াও গত ২৪ ঘন্টার রিপোর্টে ঠাকুরগাঁওয়ে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৪ জন এবং বালিয়াডাঙ্গী উপজেলার একজন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২১৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।
২৩ জুলাই রাতে মৃত্যূ ও আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার। ঈদ উল আজহার সামনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় জেলার সর্বমহলে উদ্বেগ-উৎকন্ঠা বেড়েছে।