দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপরে হামলার ঘটনায় এবার জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মইনুল ইসলাম মাষ্টার (৩৮) কে আটক করেছে (গোয়েন্দা শাখা) ডিবি পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মইনুল ইসলাম মাষ্টারের আটকের কথা পরিবার স্বীকার করলেও ডিবি পুলিশ স্বীকার করেনি।
পরিবারের দাবি, গত মঙ্গলবার বিকেলে তাকে উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে তাকে তুলে নেয় ডিবি পুলিশের সদস্যরা। তবে পুলিশ সদস্যরা মইনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে এমন কথা বলতে অস্বীকার করলেও তার পরিবার জানায়, দুপুরেও বাড়ি ফিরেনি মইনুল ইসলাম।
মইনুলের ছোট ভাই মো. মুকুল জানান, গত মঙ্গলবার দুপুরে স্থানীয় ডুগডুগি বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয় মইনুল। তারপর অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরেনি। মইনুল তার মুঠোফোনটিও বাড়িতে রেখে বের হয়েছিলো। পরে তারা জানতে পারে ডিবি পুলিশ তাকে তুলে নিয়েছে। মুকুল জানায়, পুলিশের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা ফোন ধরেননি।