ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সভাপতিসহ ৪টি পদে বিজয়ী হয়। সভাপতি পদে এড.আবু জাফর শামসুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এড এনতাজুল হক। এর আগে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। গননাশেষে রাত ১১ টায় ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনাকারী কমিশন । নির্বাচন কমিশনার এড. জাহাঙ্গীর আলম জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন নির্বাচনে ১২ পদের জন্য দুইটি প্যানেলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০৮ জন ভোটারের মধ্যে ১৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে নির্বাচিত হয়েছিল।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়লাভ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- ১২২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ