ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::
প্রথম ধাপের পৌরসভা নির্বাচন সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে এখন কারও কোন আগ্রহ নেই। যে নির্বাচন সম্পর্কে মানুষের আস্থা নেই, শ্রদ্ধা নেই, প্রকাশ্যে তারা ভোট চুরি করছে তার পরেও তারা লাজ-লজ্জাহীন। নির্বাচন কমিশন এখন পর্যন্ত পদত্যাগ না করে সেটাকে আবার ডিফেন্ট করছে। এর চেয়ে তো কলঙ্কময় অধ্যায় আর কিছু নাই যে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনকে বলা হচ্ছে তারা চোর। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, আমরা মনে করি গণতন্ত্রের নিম্নতম পরিসরটা আমাদের নিতে হবে সেটাই আমরা চেষ্টা করছি আমরা এই সুযোগে জনগনের কাছে যাওয়ার চেষ্টা করছি । ভোট তো তারা নিয়ে যায়, ফলাফল নিয়ে যায়। জনগনের কাছে গিয়ে সেটাকে কোনভাবে যদি সেটাকে ঠিক করা যায় সে চেষ্টাই আমরা করছি। তবে তাদের একটি অভ্যাস ভাল রয়েছে ভোটের আগের দিন তারা গাড়ী পুড়িয়ে দেয়, অফিস পুড়িয়ে দেয়। এভাবে তারা বিভিন্ন নাশকতার মামলা দেয় বিএনপি নেতাদের নামে। এগুলো এখন আমাদের শরীরে সহ্য হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন সহ অন্যান্যরা।
সংবাদ শিরোনাম
ভোটের আগের দিন তারা গাড়ী পুড়িয়ে দেয়, অফিস পুড়িয়ে দেয় -ঠাকুরগাঁওয়ে- মির্জা আলমগীর
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- ১০৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ