পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামীলীগ।
সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হক, সহ সভাপতি মো.শামিমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক বিপ্লব, যুগ্ম সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, কবিরুজ্জামান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা ও মাহাবুব জামান জেম, দপ্তর সম্পাদক তৌফিক আজাদ বাদল, সহ দপ্তর সম্পাদক আসফাউদ্দৌলা রুমেল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন মন্ডল, পৌর যুবলীগের সম্পাদক শাহাজালাল বাবু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব বিষযটি নিশ্চিত করেন, শারীরিক অসুস্থতার কারণে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর সুস্থতা কামনায় দলের নেতাকর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।