মো.আজিজুল হক::সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব নির্ধারিত বার্ষিক পরীক্ষা উপেক্ষা করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সাধারন সভা আহবান করার বিষয় নিয়ে এলাকার শিক্ষক ও অভিভাবক মহলে বিষ্ময়ের সৃষ্টি হয়েছে। এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের নীচের ধাপে বেতন স্কেল বাস্তবায়নের দাবী বাস্তবায়নের দাবীতে আসছে ২৩ ডিসেম্বর ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরন কর্মসূচী সফল করার নিমিত্তে উপজেলার শিক্ষক সমাজ কমিটি ১৪ ডিসেম্বর বিকেল ৩.৩০ মিনিট সময় নির্ধারন করে শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই সমিতির সাধারন সভা আহবান করেন। এ সভা আহবানের ঘটনায় উপজেলায় কর্মরত শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কারন ১৪ ডিসেম্বর উপজেলার সব স্কুলে একযোগে বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা দুপুর ১.৩০ থেকে ৪ টা পর্যন্ত নির্ধারিত আছে। এ কারনে শিক্ষকরা সভার বিষয়ে আপত্তি তোলেন এবং হরসুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তমিজ উদ্দি বিষয়টি জানার জন্য উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক মো. হায়দারুজ্জামানের কাছে মোইলে বিষয়টির আলোকপাত করলে তিনি ঐ শিক্ষককে অশালীন ভাষায় গালাগাল সহ প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার প্রেক্ষিতে ভীত সন্ত্রস্থ ঐ শিক্ষক বিচারের দাবীতে ১৩ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ কিষয়ে সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক হায়দারুজ্জামানের বক্তব্য চাওয়া হলে তিনি বলেন,আসলে রুটিনের বিষযটি মাথায় না থাকায় ভূলক্রমে সভাটি আহবান করা হয়েছিল পরে তা সংশোধন করে সোয়া ৪ টায় করা হয়েছে। সভার স্থান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা, আমাকে না বলেই এটা করা হয়েছে আর পরীক্ষা চলাকালে সভা সমাবেশের কোন প্রশ্নই আসেনা। এ ব্যাপারে আমি কাউকে কোন পার্মিশন দেইনি আর উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ শিরোনাম
বার্ষিক পরীক্ষা উপেক্ষা করে শিক্ষক সমিতির সাধারন সভা
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১১:১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
- ৪৭৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ