ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি নাগরিক সাহাবুদ্দিন কিভাবে দেশের রাষ্ট্রপতি, প্রশ্ন রিপনের রাষ্ট্রপতিকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না: শামসুজ্জামান দুদু বঙ্গভবনের সামনে আগুন জ্বালিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে বুরো বাংলাদেশের আঞ্চলিক অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ঠাকুরগাঁও, বগুড়া ও ঝিনাইদহের আদালতে ২০০ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ পীরগঞ্জে সরকারি গাছ কাটার ঘটনায় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেনি বিরল সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় ৩ বাংলাদেশী বিজিবি’র হাতে আটক গবাদিপশুর ব্রুসেলোসিস রোগের ভ্যাকসিন উদ্ভাবনের দাবি বাকৃবির গবেষক দলের সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন দেড় কোটির বেশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়নি

ফখরুলের গাড়িবহরে হামলা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনার পর আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারপিটের অভিযোগে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১৩ ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানায় বেগুনবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ৫৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় ঠাকুরগাঁও থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

গত মঙ্গলবার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরের ৬টি গাড়ি ভাঙচুর করে। এতে দলটির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। মামলার এজহারে আব্দুস সালাম উল্লেখ করেন, জামায়াত/বিএনপি/ছাত্রশিবিরের নামধারী ৫৮ জন ও ৫০/৬০ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে নৌকা মার্কার নির্বাচনী অফিসের সামনে মহড়া দেয়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভেঙে ফেলে ও নৌকা মার্কার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। আওয়ামী লীগের কর্মীরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। এ সময় আওয়ামী লীগের প্রায় ১০/১৫ জন আহত হন।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরও ৩/৪ আহত হয়ে আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে। ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

বিদেশি নাগরিক সাহাবুদ্দিন কিভাবে দেশের রাষ্ট্রপতি, প্রশ্ন রিপনের

ফখরুলের গাড়িবহরে হামলা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮

সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনার পর আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারপিটের অভিযোগে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১৩ ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানায় বেগুনবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ৫৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় ঠাকুরগাঁও থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

গত মঙ্গলবার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরের ৬টি গাড়ি ভাঙচুর করে। এতে দলটির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। মামলার এজহারে আব্দুস সালাম উল্লেখ করেন, জামায়াত/বিএনপি/ছাত্রশিবিরের নামধারী ৫৮ জন ও ৫০/৬০ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে নৌকা মার্কার নির্বাচনী অফিসের সামনে মহড়া দেয়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভেঙে ফেলে ও নৌকা মার্কার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। আওয়ামী লীগের কর্মীরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। এ সময় আওয়ামী লীগের প্রায় ১০/১৫ জন আহত হন।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরও ৩/৪ আহত হয়ে আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে। ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।