দু:খ বেদনায় বিচলিত হয়েছি’
বিবেককে করেছি-প্রশ্ন শতবার
নিমজ্জিত হয়েছি হতাশা-অবহেলায়।
ভুলের বশে আকাঙ্ক্ষা জন্মিয়েছি-মনে
ঘুমের ঘোরে গেছে সময়-অকারণে’
ব্যত্থতার চূড়ায় পৌঁছেও-
জন্মিয়েছি অবাস্তব কল্পনা
করি-নি অভিমান-!
করি-নি রাগ-!
নিজেই করেছি-নিজেকে শেষ,
সময়ের ব্যবধানে কষ্টময় আবেগেরা
হারিয়েছে আশার-শেষ সম্বল।
অনুভবে তোমাকে আর-আনবো’না
নেশায় নেশায় একদিন আর্তনাদকে
পোষ মানিয়ে নিবো,
মাতাল হবার পড়েও,
অপবাদ ছড়াবো না তোমার নামে,
চোখের পলকে পলকে তোমাকে
দেখার চেষ্টা চলবে ঠিকই,
সুখে থাকার মিথ্যে কথায়
ফাঁসাবো না আর-
হাতে হাত রাখার স্বপ্ন হারাবে অচিরে-
হারাবে তুমি অতীতে।
শৃঙ্খলতার মায়াজালে ধুলিস্মাত
হোক না পাওয়ার হাহাকার।
আর্তনাদে নিঃস্ব হওয়ার মতো সৃতিগুলো-
প্রিয় মানুষটির গভীর ভালোবাসায়
সিক্ত হোক সকলে,
হাতে হাত রেখে হারিয়ে যাক
অন্য ভুবনে।
নতুন বছরের সমাগমে-তাই গাইবোনা
আর্তনাদের গান!
সবার সুখে তাল মিলিয়ে-
গাইবো ভালোবাসার গান ,
ভুল ভাঙ্গানোর গান!
সংবাদ শিরোনাম
তবু গাইবো ভালোবাসার গান-আজম রেহমান
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
- ৪৪০ বার
Tag :