………………… আব্দুর রাজ্জাক
ওগো বন্ধু, তোমাকে জানাতে বিদায়
আজ কেঁপে কেঁপে ওঠে মন
হৃদয়ের কোণে বেদনার ঢেউ
আঁখি ছল ছল ক্ষণ।
জীবনে পেয়েছি হাজার স্বজন
তোমার মত কউ নয়
তুমি ছিলে এক পরম বন্ধু
হৃদয় করেছো জয়।
ঘুনে ধরা এই সমাজ ভেঙে
নতুন সমাজ চেয়ে
বুঝালে সবারে ভেদাভেদ ভুলে
জনে জনে দ্বারে যেয়ে।
চেয়েছো সাম্য, সমঅধিকার
ভেঙে শোষণের শৃঙ্খল
সে সুদিন নিশ্চয় বেশি দূরে নয়
আমরা পাবো এর ফল।
সে সংগ্রাম কখনো থামবেনা
জ্বলছে শিখা চিরন্তন
আমরাতো আছি সহস্র সারথী
তোমার আদর্শে অনুক্ষণ।
তোমার এ যাওয়ায় অপূর্ণ ক্ষতি
সকল হৃদয় ব্যথায় চূর্ণ
বেহেস্ত হতে শুনবে নিশ্চয়ই
তোমার সে চাওয়া হয়েছে পূর্ণ।
হে বীর মুক্তিযোদ্ধা, হে অমর নেতা,
টাঙ্গনের তীরে বাজালে এ কোন সুর
আমাদের অন্তরে তুমি রবে চিরদিন
তোমাকে সালাম, হে কমরেড মনসুর।