ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

১৫৫ সিসির জিক্সার এসএফ আনছে সুজুকি

অটোমোবাইল ডেস্ক::সুজুকি জিক্সার সিরিজে আসছে নতুন মডেল। এটি সুজুকি জিক্সার এসএফ ১৫৫। ২০ মে থেকে ভারতে বাইকটির বিক্রি শুরু হবে।  ইতোমধ্যে বাইকটির ছবি ও ইঞ্জিনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবি ও তথ্য মতে, নতুন মডেলের জিক্সার বাইকে নতুন পরিবর্তন করা হয়েছে। সবথেকে বড় পরিবর্তন চোখে পরেছে হেডল্যাম্পে। এতে এলইডি ডিআরএল সংযোজন করা হয়েছে।

নতুন মডেলে রাইডিং পজিশন আরো অ্যাগ্রেসিভ করা হয়েছে। এতে ক্লিপ অন হ্যান্ডেল বার দেয়া হয়েছে।  বাইকটিতে মনোমুগ্ধকর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। সুজুকি জিক্সার এসএফ ২৫০ মডেলের মতোই এতে ডাবাল ব্যারেল এক্সহস্ট সংযোজিত হয়েছে।

বাইকটিতে আছে ১৫৪.৯ সিসির শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৪.৬ বিএইচপি শক্তি এবং ১৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। কার্বুরেটর এবং এফআই ভার্সনে বাইকটি পাওয়া যাবে।

মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক। পেছনে মনো শক অ্যাবজর্বার। এতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

১৫৫ সিসির জিক্সার এসএফ আনছে সুজুকি

আপডেট টাইম ১২:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯

অটোমোবাইল ডেস্ক::সুজুকি জিক্সার সিরিজে আসছে নতুন মডেল। এটি সুজুকি জিক্সার এসএফ ১৫৫। ২০ মে থেকে ভারতে বাইকটির বিক্রি শুরু হবে।  ইতোমধ্যে বাইকটির ছবি ও ইঞ্জিনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবি ও তথ্য মতে, নতুন মডেলের জিক্সার বাইকে নতুন পরিবর্তন করা হয়েছে। সবথেকে বড় পরিবর্তন চোখে পরেছে হেডল্যাম্পে। এতে এলইডি ডিআরএল সংযোজন করা হয়েছে।

নতুন মডেলে রাইডিং পজিশন আরো অ্যাগ্রেসিভ করা হয়েছে। এতে ক্লিপ অন হ্যান্ডেল বার দেয়া হয়েছে।  বাইকটিতে মনোমুগ্ধকর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। সুজুকি জিক্সার এসএফ ২৫০ মডেলের মতোই এতে ডাবাল ব্যারেল এক্সহস্ট সংযোজিত হয়েছে।

বাইকটিতে আছে ১৫৪.৯ সিসির শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৪.৬ বিএইচপি শক্তি এবং ১৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। কার্বুরেটর এবং এফআই ভার্সনে বাইকটি পাওয়া যাবে।

মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক। পেছনে মনো শক অ্যাবজর্বার। এতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে।