এর আগে গতকাল রোববার প্রথম দিনের মত কর্মসুচি শুরু করে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।
সরজমিনে দেখা যায়, আজ সোমবার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান ছাত্রদলের নেতাকর্মীরা। ‘অবৈধ প্রেস রিলিজ মানি না, মানবো না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছে নয়াপল্টন।
বিলুপ্ত কমিটির নেতা আশিকুর রহমান বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একই কথা বললেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতা বায়েজীদ আরিফীনও।
এর আগে বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদী কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে গত মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেন সংগঠনের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা।
পরে ওইদিন রাতে দাবি পূরণে সাবেক ছাত্রনেতাদের (ছাত্রদলের কমিটি গঠনে বিএনপি গঠিত সার্চ কমিটির সদস্যরা) আশ্বাসের প্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন আন্দোলনরতরা। পরবর্তীতে নিজেদের অবস্থান তুলে ধরতে সার্চ কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণে তারাও পুনরায় আশ্বাস দেন আন্দোলনকারীদের। কিন্তু দাবি পূরণে কার্যত এখনও কোনো অগ্রগতিই হয়নি।
আন্দোলনকারীদের অন্যতম নেতা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ- সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি।