ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউড়ঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ।
নিহত সফিকুল ইসলাম খাটু (৩০) উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউড়ঝাড়ী ছোট চডুইগেদি গ্রামের মৃত মো. আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের ওপারে ৭০/৮০ গজ ভিতরে ভারতের বড়বিল্লা ১৭১ বিএসএফ সীমান্তে ৩৮০/৪ এস এবং ৩৭১ এর মাঝামাঝি স্থানে বিএসএফ সড়কের কালভার্টের নীচে ফেনসিডিল আনতে গেলে বিএসএফ ক্যাম্পের জোওয়ানরা তাকে লক্ষ করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ সফর সঙ্গী নঈমুল হক (৩০), বাবুদ (২২), দুলাল (৩০) এবং আনিসুর রহমান (৩৪) ঘাড়ে করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক ৫০ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি বেউড়ঝাড়ী সীমান্তে ঘটেছে। তবে কি ভাবে মৃত্যু হয়েছে এ বিষয়টি নিশ্চিত না। বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।
সংবাদ শিরোনাম
বেউড়ঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- ১০১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ