সারাদিন ডেস্ক::
নিখোঁজ হবার ৪ দিন পরও বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষার্থী মোহাম্মদ তানভির হোসেন সন্ধান পায়নি নিউইয়র্ক পুলিশ।
বুধবার নিখোঁজ তানভিরের বাবা জাতীয় পার্টি কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য আলতাফ হোসেন সংবাদ সম্মেলনে সন্তানের প্রত্যার্বতনে সহযোগিতার দাবি জানিয়েছেন।
তানভির হোসেন নিউইয়র্ক সির্টির ব্রুঙ্কেস লুইস অ্যান্ড র্ক্লাক স্কুলের একাদশ গ্রেডে পড়াশোনা করছিলেন। গত রোববার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার রাত অবধি তানভির নিখোঁজ কোনো ক্লু পায়নি পুলিশ।
তানভিরের বাবা আলতাফ হোসেন বলেন, “গত রোববার বিকাল সাড়ে ৪টার সময় আমার সাথেই বাসা থেকে চুল কাটতে বের হয় তানভির। সেলুনে পৗেঁছার পর সে আজ চুল কাটবে না জানায়। বাসায় ফিরতে চায়। আমি সেলুনে ঢুকে চুল কাটার পর বাসায় ফিরে দেখি তানভির নেই। অপেক্ষা করি রাত সাড়ে ১১টা র্পযন্ত।”
আলতাফ বলেন, “আমরা র্দীঘদিন ধরে ব্রুঙ্কসের ২৮৯৪, ব্রিজ অ্যাভনিউিতে সপরিবারে বসবাস করছি। তানভিরের সবকছিু চেনাজানা। তাই তার ফেরার অপেক্ষায় ছিলাম। কিন্তু সে না ফেরায় ৯১১-এ ফোন করি। নিখোঁজ রিপোর্ট করেছি। পরদিন পুলিশ বাসায় এসছিল। ডিটেকটিভ মাঠে নেমেছে। যে স্থান থকেে নিখোঁজ হয়েছে, সেখান থেকে ৫ ব্লক র্পযন্ত তানভির হেটেঁ যাবার ভিডিও ফুটেজ পাওয়া গেছে আশপাশের সিসিটিভি থেকে। তারপরই সে উধাও।”
তানভিরের বাবা আলতাফ জানান, শুক্রবার দুপুরে প্রবাসীরা ব্রুকসে মানববন্ধন করবেন। নিখোঁজ হবার আগে তানভিরের কাছে তেমন কোনো নগদ অর্থও ছিল না বলে জানান তিনি।
তানভিরের বাবা বলেন, “স্কুলে কিংবা চলতি পথে কখনও কারো সাথে তানভিরের বিবাদ হয়েছে বলেও শুনিন। তাই আমরা শঙ্কিত। আমি চাই তানভিরের প্রত্যার্বতন।”