ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক আন্দোলনকারী কর্মকর্তাদের ‘কঠোর বার্তা’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী: সিইসি পুনরুজ্জীবিত হচ্ছে পদ্মা সেতু ‘দুর্নীতি’ মামলা ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না- ঠাকুরগাঁওয়ে ডা. শফিকুর রহমান সকল ধর্মের মানুষদের নিয়ে ‌সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’ সমাবেশ উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরের বদলীজনিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়: মির্জা ফখরুল আ. লীগ সাড়ে ১৫ বছর দেশের পরিবর্তে নিজেদেরকে সাজিয়েছে: জামায়াত আমির

নিউইয়র্কে ৪ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী

সারাদিন ডেস্ক::
নিখোঁজ হবার ৪ দিন পরও বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষার্থী মোহাম্মদ তানভির হোসেন সন্ধান পায়নি নিউইয়র্ক পুলিশ।

বুধবার নিখোঁজ তানভিরের বাবা জাতীয় পার্টি কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য আলতাফ হোসেন সংবাদ সম্মেলনে সন্তানের প্রত্যার্বতনে সহযোগিতার দাবি জানিয়েছেন।

তানভির হোসেন নিউইয়র্ক সির্টির ব্রুঙ্কেস লুইস অ্যান্ড র্ক্লাক স্কুলের একাদশ গ্রেডে পড়াশোনা করছিলেন। গত রোববার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার রাত অবধি তানভির নিখোঁজ কোনো ক্লু পায়নি পুলিশ।

তানভিরের বাবা আলতাফ হোসেন বলেন, “গত রোববার বিকাল সাড়ে ৪টার সময় আমার সাথেই বাসা থেকে চুল কাটতে বের হয় তানভির। সেলুনে পৗেঁছার পর সে আজ চুল কাটবে না জানায়। বাসায় ফিরতে চায়। আমি সেলুনে ঢুকে চুল কাটার পর বাসায় ফিরে দেখি তানভির নেই। অপেক্ষা করি রাত সাড়ে ১১টা র্পযন্ত।”

আলতাফ বলেন, “আমরা র্দীঘদিন ধরে ব্রুঙ্কসের ২৮৯৪, ব্রিজ অ্যাভনিউিতে সপরিবারে বসবাস করছি। তানভিরের সবকছিু চেনাজানা। তাই তার ফেরার অপেক্ষায় ছিলাম। কিন্তু সে না ফেরায় ৯১১-এ ফোন করি। নিখোঁজ রিপোর্ট করেছি। পরদিন পুলিশ বাসায় এসছিল। ডিটেকটিভ মাঠে নেমেছে। যে স্থান থকেে নিখোঁজ হয়েছে, সেখান থেকে ৫ ব্লক র্পযন্ত তানভির হেটেঁ যাবার ভিডিও ফুটেজ পাওয়া গেছে আশপাশের সিসিটিভি থেকে। তারপরই সে উধাও।”

তানভিরের বাবা আলতাফ জানান, শুক্রবার দুপুরে প্রবাসীরা ব্রুকসে মানববন্ধন করবেন। নিখোঁজ হবার আগে তানভিরের কাছে তেমন কোনো নগদ অর্থও ছিল না বলে জানান তিনি।

তানভিরের বাবা বলেন, “স্কুলে কিংবা চলতি পথে কখনও কারো সাথে তানভিরের বিবাদ হয়েছে বলেও শুনিন। তাই আমরা শঙ্কিত। আমি চাই তানভিরের প্রত্যার্বতন।”

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক

নিউইয়র্কে ৪ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট টাইম ০২:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮

সারাদিন ডেস্ক::
নিখোঁজ হবার ৪ দিন পরও বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষার্থী মোহাম্মদ তানভির হোসেন সন্ধান পায়নি নিউইয়র্ক পুলিশ।

বুধবার নিখোঁজ তানভিরের বাবা জাতীয় পার্টি কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য আলতাফ হোসেন সংবাদ সম্মেলনে সন্তানের প্রত্যার্বতনে সহযোগিতার দাবি জানিয়েছেন।

তানভির হোসেন নিউইয়র্ক সির্টির ব্রুঙ্কেস লুইস অ্যান্ড র্ক্লাক স্কুলের একাদশ গ্রেডে পড়াশোনা করছিলেন। গত রোববার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার রাত অবধি তানভির নিখোঁজ কোনো ক্লু পায়নি পুলিশ।

তানভিরের বাবা আলতাফ হোসেন বলেন, “গত রোববার বিকাল সাড়ে ৪টার সময় আমার সাথেই বাসা থেকে চুল কাটতে বের হয় তানভির। সেলুনে পৗেঁছার পর সে আজ চুল কাটবে না জানায়। বাসায় ফিরতে চায়। আমি সেলুনে ঢুকে চুল কাটার পর বাসায় ফিরে দেখি তানভির নেই। অপেক্ষা করি রাত সাড়ে ১১টা র্পযন্ত।”

আলতাফ বলেন, “আমরা র্দীঘদিন ধরে ব্রুঙ্কসের ২৮৯৪, ব্রিজ অ্যাভনিউিতে সপরিবারে বসবাস করছি। তানভিরের সবকছিু চেনাজানা। তাই তার ফেরার অপেক্ষায় ছিলাম। কিন্তু সে না ফেরায় ৯১১-এ ফোন করি। নিখোঁজ রিপোর্ট করেছি। পরদিন পুলিশ বাসায় এসছিল। ডিটেকটিভ মাঠে নেমেছে। যে স্থান থকেে নিখোঁজ হয়েছে, সেখান থেকে ৫ ব্লক র্পযন্ত তানভির হেটেঁ যাবার ভিডিও ফুটেজ পাওয়া গেছে আশপাশের সিসিটিভি থেকে। তারপরই সে উধাও।”

তানভিরের বাবা আলতাফ জানান, শুক্রবার দুপুরে প্রবাসীরা ব্রুকসে মানববন্ধন করবেন। নিখোঁজ হবার আগে তানভিরের কাছে তেমন কোনো নগদ অর্থও ছিল না বলে জানান তিনি।

তানভিরের বাবা বলেন, “স্কুলে কিংবা চলতি পথে কখনও কারো সাথে তানভিরের বিবাদ হয়েছে বলেও শুনিন। তাই আমরা শঙ্কিত। আমি চাই তানভিরের প্রত্যার্বতন।”