অনলাইন:: ‘চেরনোবিলের’ পরিচালক জোহান রেঙ্ক ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের জীবনের শেষ দিনগুলি নিয়ে একটি ফিচার ফিল্ম তৈরির পরিকল্পনা করছেন। উইল বার্ডেনওয়ার্পারের লেখা বই ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’ অবলম্বনে তৈরি হতে চলেছে সিনেমাটি । রেঙ্ক এবং প্রযোজক মাইকেল প্যারেটসের ফ্রেম্যান্টল-সমর্থিত প্রযোজনা সংস্থা সিনেস্ট্রা উইল এটি তৈরী করবেন। ২০০৪ সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তবর্তী সরকারের কাছে তুলে দেয়া হয় বিচারের জন্য। এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে। জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন ১২ জন মার্কিন সৈন্য। এদেরকে বলা হতো ‘সুপার টুয়েলভ’।
‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’ বইয়ের লেখক উইল বার্ডেনওয়ার্পার ছিলেন সুপার টুয়েলভের একজন, যিনি সাদ্দামের জীবনের শেষ কিছু সময়ের সাক্ষী ছিলেন। জীবনের শেষ ছয় মাস সুপার টুয়েলভের সদস্যদের সান্নিধ্য পেয়েছিলেন প্রাক্তন এই ইরাকি রাষ্ট্রপতি। প্রত্যেকের সাথেই তাঁর গড়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জীবনের অনেক ঘটনার কথা বলার সুযোগ হয়েছিল সাদ্দাম হোসেনের।
উইল বার্ডেনওয়ার্পারের সাদ্দামের জীবনের শেষ ছয় মাসের নানা বিষয় তুলে ধরেছেন তাঁর বইয়ে। সেই ঘটনাগুলো নিয়েই তৈরি হবে সিনেমাটি। সাদ্দাম সম্পর্কে জানা যাবে অনেক অজানা তথ্য। ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’ বইয়ে এক সাদ্দামের মধ্যে দুই ভিন্ন চরিত্রের ব্যক্তিত্বকে অন্বেষণ করা হয়েছে। একজন যিনি অত্যাচারী ,হত্যাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। অন্য একজন বুদ্ধিমান কিন্তু মননশীল বন্দী যিনি আশ্চর্যজনক স্নেহ, মর্যাদা এবং প্রদর্শন করেন, মৃত্যুর মুখেও যিনি বিচলিত নন । ফ্রেম্যান্টলের গ্লোবাল ড্রামার সিইও ক্রিশ্চিয়ান ভেসপার মন্তব্য করেছেন ” সাদ্দাম হোসেন হলেন ইতিহাসের অন্যতম কুখ্যাত এবং বিতর্কিত ব্যক্তিত্বের মধ্যে একজন। যার জীবন বন্দীদের চোখের মাধ্যমে তুলে ধরা হয়েছে৷” উইল বার্ডেনওয়ার্পারের অনন্য এবং শক্তিশালী গল্পকে সংবেদনশীলভাবে পর্দায় নিয়ে আসার জন্য পরিচালক থেকে প্রযোজক প্রত্যেকেই সমানভাবে উত্তেজিত। রেঙ্ক সম্প্রতি ফিচার ফিল্ম ‘স্পেসম্যান’ পরিচালনা করেছেন যা এই বছরের শেষের দিকে নেটফ্লিক্স -এ মুক্তি পাবে। অ্যাডাম স্যান্ডলার, কেরি মুলিগান এবং পল ড্যানো এতে অভিনয় করেছেন ।
সূত্র : screendaily.com