এন.এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মরিচপাড়া গ্রামে অজ্ঞাত রোগে একই পরিবারে ৫ জনের মৃত্যু; গত ১৪ দিনের ব্যবধানে সর্বপ্রথম তাহের আলী (৯০) ১০ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এর ৩ দিন পর একই রোগে তার স্ত্রী হোসনে আরা এরপর তার জামাই হাবিবুর রহমান এবং ২৩ ফেব্রুয়ারি হাবিবুর রহমানের পুত্র ইউসুফ আলী (২৫) মৃত্যুবরণ করেন। ইউসুফ আলীর ছোট ভাই আসরাফুল (১৯) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই একই রোগে আজ আনুমিনিক ১০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন দপ্তরসহ রংপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোন উত্তর প্রদান করতে পারেননি। বিষয়টি ও চিকিৎসা নিশ্চিত করণের প্রয়োজনে জরুরী উচ্চ পর্যায়ের চিকিৎসা টীম গঠনে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এ অজ্ঞাত রোগের মৃত্যুতে ওই গ্রামসহ উপজেলায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারে ৫ জনের মৃত্যু; উচ্চ পর্যায়ের চিকিৎসা টীম গঠনে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৭:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- ১০৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ