আজম রেহমান::ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিপাদ্য বিষয় ছিল “চল্ রে টেনে আলোয় অন্ধকারে, নগর-গ্রামে অরণ্যে পর্বতে”। গতকাল বুধবার দিবসটি পালনে সংস্থার গোবিন্দনগরস্থ প্রধান কার্যালয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাছানুজ্জামান ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সংস্থার প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এ সময় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংস্থার প্রভিডেন্ট ফান্ড, জেন্ডার সেল ও শিশু সুরক্ষা সেলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইএসডিও’র প্রতিষ্ঠাতা আহবায়ক ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা প্রশাসকের সহধর্মীনী নুসরাত জাহান, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ। বিকেলে অনুষ্ঠিত হয় স্মৃতিচরণ অনুষ্ঠান। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সংবাদ শিরোনাম
চল্ রে টেনে আলোয় অন্ধকারে, নগর-গ্রামে অরণ্যে পর্বতে
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- ৮৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ