ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে কষ্টিপাথরের তৈরি মূল্যবান মূর্তিসহ আটক ২

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের বীরগঞ্জে ২১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের স্বরসতী মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকালে র‌্যাব-১৩, দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারি পরিচালক লেঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল- বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকার লিমন রাজা (৩২) ও কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের লিটন চন্দ্র রায় (৩২)।

আব্দুল্লাহ আল মামুন জানান- গত শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাকরাই দিনাজপুর ঠাকুরগাঁও সড়কের পূর্বে পার্শ্বে জননী ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অতি মূল্যবান কষ্টিপাথরের তৈরি স্বরস্বতী মূর্তিসহ তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কষ্টিপাথরের মূর্তিটি স্থানীয়ভাবে সংগ্রহ করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে নিজেদের হেফাজতে রেখে বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে স্বীকার করেছে তারা।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

দিনাজপুরে কষ্টিপাথরের তৈরি মূল্যবান মূর্তিসহ আটক ২

আপডেট টাইম ০৯:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের বীরগঞ্জে ২১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের স্বরসতী মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকালে র‌্যাব-১৩, দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারি পরিচালক লেঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল- বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকার লিমন রাজা (৩২) ও কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের লিটন চন্দ্র রায় (৩২)।

আব্দুল্লাহ আল মামুন জানান- গত শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাকরাই দিনাজপুর ঠাকুরগাঁও সড়কের পূর্বে পার্শ্বে জননী ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অতি মূল্যবান কষ্টিপাথরের তৈরি স্বরস্বতী মূর্তিসহ তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কষ্টিপাথরের মূর্তিটি স্থানীয়ভাবে সংগ্রহ করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে নিজেদের হেফাজতে রেখে বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে স্বীকার করেছে তারা।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।