ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ হাসিনাকে ফেরানোর উদ্যোগ, যা বলছে আনন্দবাজার পীরগঞ্জ পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষকের রিরুদ্ধে এবার শিক্ষকদের ১২ দফা অভিযোগ

তবু গাইবো ভালোবাসার গান-আজম রেহমান

দু:খ বেদনায় বিচলিত হয়েছি’
বিবেককে করেছি-প্রশ্ন শতবার
নিমজ্জিত হয়েছি হতাশা-অবহেলায়।
ভুলের বশে আকাঙ্ক্ষা জন্মিয়েছি-মনে
ঘুমের ঘোরে গেছে সময়-অকারণে’
ব্যত্থতার চূড়ায় পৌঁছেও-
জন্মিয়েছি অবাস্তব কল্পনা
করি-নি অভিমান-!
করি-নি রাগ-!
নিজেই করেছি-নিজেকে শেষ,
সময়ের ব্যবধানে কষ্টময় আবেগেরা
হারিয়েছে আশার-শেষ সম্বল।
অনুভবে তোমাকে আর-আনবো’না
নেশায় নেশায় একদিন আর্তনাদকে
পোষ মানিয়ে নিবো,
মাতাল হবার পড়েও,
অপবাদ ছড়াবো না তোমার নামে,
চোখের পলকে পলকে তোমাকে
দেখার চেষ্টা চলবে ঠিকই,
সুখে থাকার মিথ্যে কথায়
ফাঁসাবো না আর-
হাতে হাত রাখার স্বপ্ন হারাবে অচিরে-
হারাবে তুমি অতীতে।
শৃঙ্খলতার মায়াজালে ধুলিস্মাত
হোক না পাওয়ার হাহাকার।
আর্তনাদে নিঃস্ব হওয়ার মতো সৃতিগুলো-
প্রিয় মানুষটির গভীর ভালোবাসায়
সিক্ত হোক সকলে,
হাতে হাত রেখে হারিয়ে যাক
অন্য ভুবনে।
নতুন বছরের সমাগমে-তাই গাইবোনা
আর্তনাদের গান!
সবার সুখে তাল মিলিয়ে-
গাইবো ভালোবাসার গান ,
ভুল ভাঙ্গানোর গান!

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান

তবু গাইবো ভালোবাসার গান-আজম রেহমান

আপডেট টাইম ০১:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮

দু:খ বেদনায় বিচলিত হয়েছি’
বিবেককে করেছি-প্রশ্ন শতবার
নিমজ্জিত হয়েছি হতাশা-অবহেলায়।
ভুলের বশে আকাঙ্ক্ষা জন্মিয়েছি-মনে
ঘুমের ঘোরে গেছে সময়-অকারণে’
ব্যত্থতার চূড়ায় পৌঁছেও-
জন্মিয়েছি অবাস্তব কল্পনা
করি-নি অভিমান-!
করি-নি রাগ-!
নিজেই করেছি-নিজেকে শেষ,
সময়ের ব্যবধানে কষ্টময় আবেগেরা
হারিয়েছে আশার-শেষ সম্বল।
অনুভবে তোমাকে আর-আনবো’না
নেশায় নেশায় একদিন আর্তনাদকে
পোষ মানিয়ে নিবো,
মাতাল হবার পড়েও,
অপবাদ ছড়াবো না তোমার নামে,
চোখের পলকে পলকে তোমাকে
দেখার চেষ্টা চলবে ঠিকই,
সুখে থাকার মিথ্যে কথায়
ফাঁসাবো না আর-
হাতে হাত রাখার স্বপ্ন হারাবে অচিরে-
হারাবে তুমি অতীতে।
শৃঙ্খলতার মায়াজালে ধুলিস্মাত
হোক না পাওয়ার হাহাকার।
আর্তনাদে নিঃস্ব হওয়ার মতো সৃতিগুলো-
প্রিয় মানুষটির গভীর ভালোবাসায়
সিক্ত হোক সকলে,
হাতে হাত রেখে হারিয়ে যাক
অন্য ভুবনে।
নতুন বছরের সমাগমে-তাই গাইবোনা
আর্তনাদের গান!
সবার সুখে তাল মিলিয়ে-
গাইবো ভালোবাসার গান ,
ভুল ভাঙ্গানোর গান!