ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভোট চুরির প্রকল্প ভাঙতেই মার্কিন ভিসা নীতি’ সরকারের উদ্যোগের কারণে দেশের অর্থনীতি প্রাণবন্ত রয়েছে: প্রধানমন্ত্রী মহার্ঘ ভাতা পদ্ধতি চিরতরে দূর করা হবে: পরিকল্পনামন্ত্রী এটিএন নিউজ থেকে পদত্যাগ করলেন মুন্নী সাহা করফাঁকির মামলা: ড. ইউনূসকে ১২ কোটি টাকা পরিশোধ করতে হবে এজলাসে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ মোতায়েন দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অগ্রগতি ‘ভঙ্গুর’- বিবিসিকে জাতিসংঘের বিশেষ দূত কেসিসি’র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় কোন পক্ষপাতমূলক নির্বাচন হবে না: সিইসি টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে মিললো দুষ্প্রাপ্য নেকলেস ১৪ই জুন থেকে ট্রেনের আগাম টিকিট, বিক্রি হবে দুই শিফটে: রেলমন্ত্রী

পীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে? এটি ওপেন নাকি গোপন ?

আজম রেহমান,সম্পাদকীয় ডেস্ক:: ২২ মে পীরগঞ্জ থানা চত্বরে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন উঠেছে এটি ওপেন না গোপন? এর মাধ্যমে সদাশয় সরকার ও পুলিশ বাহীনির সংশ্লিষ্ট উদ্যোগ কি সফলতা পাচ্ছে, নাকি আশাহত হচ্ছে বাংলার সাধারন মানুষ। এসব বিষয় ভাববার সময় ও সুযোগ এসেছে এখন।
মাননীয় প্রধানমন্ত্রী যে মুহুত্বে দুর্নীতিকে না বলেছেন, বলেছেন বাংলাদেশ দুর্নীতিতে জিরো টলারেন্স হবে, ঠিক সেই মুহুত্বে এত নাটকীয়তা কেন? একই ব্যাক্তিদের ডেকে কেন করা হয় এই ওপেন হাউজ ডে, কি দরকার এটির, কি উপকার হয় এটিতে? এলাকার মানুষ ভাল থাকুক সুখে শান্তিতে থাকুক এটাই আমাদের প্রত্যাশা। ।
জনতাই পুলিশ, পুলিশই জনতা এই প্রতিপাদ্য কে সামনে রেখে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের নানামুখী সমস্যা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি সহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনার জন্য আয়োজন করা হয় এই আলোচনা সভার। যেখানে সাধারন মানুষ নির্বিঘ্নে মনখুলে তাদের মনের কথা বলবে। কিন্তু এখানে এই সভার জন্য স্থানীয় সাংবাদিকদের এবারে আমন্ত্রন জানানো হয়নি। অথচ সাংবাদিকরাই এলাকার সকল তথ্যের খোজ খবর রাখেন বা জানেন। শুধু জনগনের সমস্যা নয় খোদ পুলিশ কতৃক সৃষ্ট সমস্যার কথাও তাদের জানা। তাদের আমন্ত্রন জানানো হলে কি পুলিশের কোন অসুবিধে হতো, নাকি উম্মুক্ত তথ্যের জগতে অজানা কোন তথ্য বেরিয়ে আসতে পারত, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অন্তরায় হতোনা অবশ্যই। নাকি সাংবাদিকরা জনতার পর্যায়ে পড়েনা, তারাকি পুলিশের শত্রু? ?
এই কমিউনিটি পুলিশিং কমিটি নিয়েও নানান কথা প্রচলিত। হাল আমলের বেসরকারী স্কুল কলেজ কমিটির (পকেট কমিটি) মতো পুলিশের পছন্দের বা খুব খাতিরের লোকদের এই কমিটেতে রাখা হয়। এবং এ কমিটির সদস্যদের কোন পরিবর্তন নেই। চলছে একই রকম একই নিয়মে। এসব যেন করতে হয় করা। সবটাই লোক দেখানো। যেন গোপন কারবার,বলা যাবেনা কিছুই। এর কারন কি? আমরা জানতে চাই, জবাব চাই? কিন্তু কে দেবেন জবাব, কে দেবেন সমাধান?
মাননীয় পুলিশ সুপার ও ডিআইজি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

‘ভোট চুরির প্রকল্প ভাঙতেই মার্কিন ভিসা নীতি’

পীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে? এটি ওপেন নাকি গোপন ?

আপডেট টাইম ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯

আজম রেহমান,সম্পাদকীয় ডেস্ক:: ২২ মে পীরগঞ্জ থানা চত্বরে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন উঠেছে এটি ওপেন না গোপন? এর মাধ্যমে সদাশয় সরকার ও পুলিশ বাহীনির সংশ্লিষ্ট উদ্যোগ কি সফলতা পাচ্ছে, নাকি আশাহত হচ্ছে বাংলার সাধারন মানুষ। এসব বিষয় ভাববার সময় ও সুযোগ এসেছে এখন।
মাননীয় প্রধানমন্ত্রী যে মুহুত্বে দুর্নীতিকে না বলেছেন, বলেছেন বাংলাদেশ দুর্নীতিতে জিরো টলারেন্স হবে, ঠিক সেই মুহুত্বে এত নাটকীয়তা কেন? একই ব্যাক্তিদের ডেকে কেন করা হয় এই ওপেন হাউজ ডে, কি দরকার এটির, কি উপকার হয় এটিতে? এলাকার মানুষ ভাল থাকুক সুখে শান্তিতে থাকুক এটাই আমাদের প্রত্যাশা। ।
জনতাই পুলিশ, পুলিশই জনতা এই প্রতিপাদ্য কে সামনে রেখে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের নানামুখী সমস্যা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি সহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনার জন্য আয়োজন করা হয় এই আলোচনা সভার। যেখানে সাধারন মানুষ নির্বিঘ্নে মনখুলে তাদের মনের কথা বলবে। কিন্তু এখানে এই সভার জন্য স্থানীয় সাংবাদিকদের এবারে আমন্ত্রন জানানো হয়নি। অথচ সাংবাদিকরাই এলাকার সকল তথ্যের খোজ খবর রাখেন বা জানেন। শুধু জনগনের সমস্যা নয় খোদ পুলিশ কতৃক সৃষ্ট সমস্যার কথাও তাদের জানা। তাদের আমন্ত্রন জানানো হলে কি পুলিশের কোন অসুবিধে হতো, নাকি উম্মুক্ত তথ্যের জগতে অজানা কোন তথ্য বেরিয়ে আসতে পারত, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অন্তরায় হতোনা অবশ্যই। নাকি সাংবাদিকরা জনতার পর্যায়ে পড়েনা, তারাকি পুলিশের শত্রু? ?
এই কমিউনিটি পুলিশিং কমিটি নিয়েও নানান কথা প্রচলিত। হাল আমলের বেসরকারী স্কুল কলেজ কমিটির (পকেট কমিটি) মতো পুলিশের পছন্দের বা খুব খাতিরের লোকদের এই কমিটেতে রাখা হয়। এবং এ কমিটির সদস্যদের কোন পরিবর্তন নেই। চলছে একই রকম একই নিয়মে। এসব যেন করতে হয় করা। সবটাই লোক দেখানো। যেন গোপন কারবার,বলা যাবেনা কিছুই। এর কারন কি? আমরা জানতে চাই, জবাব চাই? কিন্তু কে দেবেন জবাব, কে দেবেন সমাধান?
মাননীয় পুলিশ সুপার ও ডিআইজি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।