ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জিপিএ-৫ না পেয়েও পাশের হারে শীর্ষে ইকো কলেজ

সারাদিন ডেস্ক::সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৭ জুলাই জেলার পাঁচটি উপজেলায় ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলাফলের দিক থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ইকো কলেজ (প্রাইভেট) ১টিও জিপিএ-৫ না পেয়েও পাশের হারে শতকরা ৯৩ দশমিক ৭৩ ভাগ ফলাফল অর্জন করে শীর্ষ রয়েছে। তবে জেলার শীর্ষে ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পায়নি কেউই।

ইকো কলেজের প্রভাষক আলী আকবর জানান, ২০১৯ সালে ইকো কলেজ থেকে ৩০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২৬ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ২৮৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২১৩ জন ছাত্র এবং ৭১ জন ছাত্রী। ৯৩ দশমিক ৭৩ ভাগ শিক্ষার্থী পাস করে জেলার শীর্ষে রয়েছে এই প্রতিষ্ঠানটি।

চলতি বছর জেলার পাঁচটি উপজেলায় দিনাজপুর বোর্ড হতে ৫৪টি কলেজ, মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ৩০টি মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড থেকে ৩৫টি কলেজের ১৭ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ৩৬টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদের মধ্যে দিনাজপুর বোর্ডের অধীনে এইচএসসি ২০টি কেন্দ্রে ১২ হাজার ২০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের পাঁচটি কেন্দ্রে ৯৮৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১১টি কেন্দ্রে চার হাজার ৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৩৬টি কেন্দ্রে ১৭ হাজার ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অশংগ্রহণ করে।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০১ জন কৃতকার্য হয়েছে। যা পাসের হার ৮৯ দশমিক ৭ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

ঠাকুরগাঁও মহিলা সরকারি কলেজ থেকে ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৩ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৮৯ দশমিক ৭ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ছয়জন।

পীরগঞ্জ সরকারি কলেজ থেকে ৯৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯২ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৮৭ দশমিক ১৪ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

রাণীশংকৈল ডিগ্রী কলেজ থেকে ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৯ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৭০ দশমিক ২৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

হরিপুরের সদ্য সরকারি হওয়া সরকারি মোসলেম উদ্দীন কলেজ থেকে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০০ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৫৩ দশমিক ৯১ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে একজন।

এদিকে বালিয়াডাঙ্গীর সদ্য সরকারি হওয়া সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ থেকে ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৫৮ দশমিক ৬৭ ভাগ এবং জিপিএ-৫ পায়নি কলেজটি।

 

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে জিপিএ-৫ না পেয়েও পাশের হারে শীর্ষে ইকো কলেজ

আপডেট টাইম ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯

সারাদিন ডেস্ক::সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৭ জুলাই জেলার পাঁচটি উপজেলায় ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলাফলের দিক থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ইকো কলেজ (প্রাইভেট) ১টিও জিপিএ-৫ না পেয়েও পাশের হারে শতকরা ৯৩ দশমিক ৭৩ ভাগ ফলাফল অর্জন করে শীর্ষ রয়েছে। তবে জেলার শীর্ষে ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পায়নি কেউই।

ইকো কলেজের প্রভাষক আলী আকবর জানান, ২০১৯ সালে ইকো কলেজ থেকে ৩০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২৬ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ২৮৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২১৩ জন ছাত্র এবং ৭১ জন ছাত্রী। ৯৩ দশমিক ৭৩ ভাগ শিক্ষার্থী পাস করে জেলার শীর্ষে রয়েছে এই প্রতিষ্ঠানটি।

চলতি বছর জেলার পাঁচটি উপজেলায় দিনাজপুর বোর্ড হতে ৫৪টি কলেজ, মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ৩০টি মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড থেকে ৩৫টি কলেজের ১৭ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ৩৬টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদের মধ্যে দিনাজপুর বোর্ডের অধীনে এইচএসসি ২০টি কেন্দ্রে ১২ হাজার ২০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের পাঁচটি কেন্দ্রে ৯৮৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১১টি কেন্দ্রে চার হাজার ৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৩৬টি কেন্দ্রে ১৭ হাজার ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অশংগ্রহণ করে।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০১ জন কৃতকার্য হয়েছে। যা পাসের হার ৮৯ দশমিক ৭ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

ঠাকুরগাঁও মহিলা সরকারি কলেজ থেকে ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৩ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৮৯ দশমিক ৭ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ছয়জন।

পীরগঞ্জ সরকারি কলেজ থেকে ৯৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯২ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৮৭ দশমিক ১৪ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

রাণীশংকৈল ডিগ্রী কলেজ থেকে ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৯ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৭০ দশমিক ২৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

হরিপুরের সদ্য সরকারি হওয়া সরকারি মোসলেম উদ্দীন কলেজ থেকে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০০ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৫৩ দশমিক ৯১ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে একজন।

এদিকে বালিয়াডাঙ্গীর সদ্য সরকারি হওয়া সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ থেকে ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৫৮ দশমিক ৬৭ ভাগ এবং জিপিএ-৫ পায়নি কলেজটি।