হিলি প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে হামলার ঘটনায় আটক দুই আসামিকে ৫ দিনের রিমান্ড চেয়ে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতরাতে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করে র্যাব। প্রধান আসামি আসাদুল ইসলামকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১টা ৪০ মিনিটে র্যাব-১৩ এর ডিএডি বাবুল খানের নেতৃত্বে মামলার দ্বিতীয় আসামি উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রংমিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকা চন্দ্রের ছেলে সান্টু চন্দ্র দাসকে (২৮) ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়।
পরে শনিবার সকাল ১০টা আসামি দু’জনকে রিমান্ড চেয়ে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে মামলার প্রধান আসামি উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলামকে (৩৫) অসুস্থ থাকায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানায় ঘোড়াঘাট থানা পুলিশ।