ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রামের রূপকার মকছেদ আলীর পরিবারকে নবনির্মিত দুর্যোগ সহনীয় ঘর হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বুধবার সদর উপজেলার সালন্দরে দেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম সদর উপজেলার কচুবাড়ি কৃষ্টপুরের মকসেদ আলীর স্ত্রী জাহেদা বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, মকসেদ আলীর স্ত্রী জাহেদা বেগম প্রমুখ। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঘরটি ২ লাখ ৯৯ হাজার ব্যয়ে নির্মাণ করা হয়। এ সময় মুজিববর্ষ উপলক্ষে জনসাধারণের মাঝে কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক, ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। মকছেদ আলীর সমাধিস্থল পাকাকরণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।
উল্লেখ্য যে, ৭১ পরবর্তী স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামকে দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করে। নিরক্ষরমুক্ত করার আন্দোলনের নেতৃত্ব দেন মরহুম মকছেদ আলী। হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, মকছেদ আলী ছিলেন স্বাধীন দেশের নিরক্ষরতার অন্ধকারে শিক্ষার মশাল জ্বালানো অগ্রযোদ্ধা , তাঁর পরিবারের পাশে দাঁড়াতে পেরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন নিজেদেরকে সম্মানিত বোধ করছে।
সংবাদ শিরোনাম
দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের রূপকার মকছেদের পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর হস্তান্তর
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- ১০৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ