পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এবং নেতা-কর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে পৌরসভা সহ ১০টি ইউনিয়নের মোট ৯৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মী দলে দলে মিছিল নিয়ে কর্মীসভায় অংশ নেয়।
ছাত্রলীগের নতুন উপজেলা কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে এ কর্মী সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও প্রবীণ নেতা ইমদাদুল হক। অন্যান্যের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সিনিয়র সহ.সভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, ছাত্রলীগ সভাপতি আল-কিবরিয়া আবেদীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। ছাত্রলীগ কর্মীসভায় আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক এর নেতৃত্বে ছাত্রলীগ শক্তিশালী হয়ে দল ও জনগণের জন্যে এলাকায় কাজ কওে যাচ্ছে।