ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কান্তিভিটা সীমান্তে স্কুলছাত্রের লাশ ফেরত দিয়েছে বিএসএফ ঠাকুরগাঁওয়ে সাবেক দুই এমপিসহ ৪৮ জনের বিরুদ্ধে শিল্পপতির চাঁদাবাজী মামলা ‘সেভ পীরগঞ্জ’ গ্রুপের সামাজিক কার্যক্রম অব্যাহত সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতে যাওয়ার সময় দানাজপুর সীমান্তে ৩ টি মোটর সাইকেল সহ ৪ যুবক আটক ঠাকুরগাঁওয়ে মাষ্টারপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন মানবজমিনের রেজাউল পীরগঞ্জে শতবর্ষী পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্নিতীর হোতাদের বিচারের দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ মুসলিমদের উপর যে তান্ডব চলেছে, হিন্দুদের উপর তার ছিটেফোটাও হয়নি- হিন্দু বৌদ্ধ কৃষ্টান কল্রান ফান্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো ঢাকা মেডিকেলে অন্তর্বর্তী সরকারের সময় ‘বেঁধে দিলেন’ কাদের সিদ্দিকী! পদত্যাগ করছেন প্রধান বিচারপতি

বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের পর এবার যুবদলের কমিটি নিয়ে বিতর্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের পর এবার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি একটি পূর্নাঙ্গ কমিটিও ঘোষণা করেছে যুবদলের নেতাকর্মীদের একটি অংশ।

শনিবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে আব্দুল কাদেরকে সভাপতি, এনতাজ আলীকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নিজেরাই ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি বিএনপি’র দপ্তর সম্পাদক মকবুল হোসেনের হাতে জমা দিয়েছেন। এর আগে গেল এক সপ্তাহ আগে মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও আব্দুস সালাম জুয়েলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদনে দেয় জেলা কমিটি। ওই কমিটিতে ১জন আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক, ১জন সদস্য সচিব ও ২০ জন সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছিল। শনিবার বিকালে বিএনপি কার্যালয়ে অধিকাংশ নেতাকর্মী সাংবাদিকদের অভিযোগ করেছেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে গঠনতন্ত্র পরিপন্থী মনগড়া আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ফেসবুকে। এটি উপজেলা যুবদলকে ধ্বংস করার চক্রান্ত এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য হিসেবে দেখছেন তারা। নতুন গঠিত যুবদলের কমিটির সভাপতি আব্দুল কাদের জানান, কমিটি গঠনের জন্য যাদের নিকট সিভি জমা নিয়েছিল। তাদের অনেকের নাম নেই ওই কমিটি। অন্যদিকে কমিটিতে এমন নেতাকর্মীদের স্থান হয়েছে যারা সিভি জমা দেয়নি। উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মকবুল হোসেন জানান, একটি ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলের কমিটি আমার নিকট জমা দিয়েছে। উপজেলা বিএনপি’র সমন্বয় সভায় উপস্থাপন করবো। পাশাপাশি নতুন কমিটির নেতাকর্মীদের কোন ধরণের বিচ্ছৃংখলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান রাজু ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানকে যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়নি বলে স্বীকার করেছেন। ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তুহিন মুঠোফোনে জানান, একটি বড় দলের নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই। আমরা নিয়ম অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন। সেটি রংপুর বিভাগ ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক। তিনি আরও জানান, আহ্বায়ক কমিটি নিয়ে কারো আপত্তি থাকলে আমাদের অবগত করার নিয়ম রয়েছে। আমরা বিষয়টি বিবেচনা করে দেখতাম। এখন পর্যন্ত কোন কোন বিষয় আমাদের অবগত করেনি। যুবদলের উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী জানান, গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটি আমাদের আহ্বায়ক কমিটি গঠন করে নির্দেশনা নিয়েছেন ইউনিয়নগুলোতে কমিটি গঠনের। আমরা সেই কাজে ব্যস্ত। নতুন করে যারা কমিটি গঠন করে বেড়াচ্ছে বা সংগঠনের সিনিয়র নেতাদের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিচ্ছে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই। এর আগে গেল বছরের অক্টোবর মাসে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়। পরে ওই আহ্বায়ক কমিটি বাতিলের জন্য সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন করে ছাত্রদলের একাংশ। তবে এখন পর্যন্ত ওই আহ্বায়ক কমিটি বহাল রয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

কান্তিভিটা সীমান্তে স্কুলছাত্রের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের পর এবার যুবদলের কমিটি নিয়ে বিতর্ক

আপডেট টাইম ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের পর এবার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি একটি পূর্নাঙ্গ কমিটিও ঘোষণা করেছে যুবদলের নেতাকর্মীদের একটি অংশ।

শনিবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে আব্দুল কাদেরকে সভাপতি, এনতাজ আলীকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নিজেরাই ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি বিএনপি’র দপ্তর সম্পাদক মকবুল হোসেনের হাতে জমা দিয়েছেন। এর আগে গেল এক সপ্তাহ আগে মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও আব্দুস সালাম জুয়েলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদনে দেয় জেলা কমিটি। ওই কমিটিতে ১জন আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক, ১জন সদস্য সচিব ও ২০ জন সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছিল। শনিবার বিকালে বিএনপি কার্যালয়ে অধিকাংশ নেতাকর্মী সাংবাদিকদের অভিযোগ করেছেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে গঠনতন্ত্র পরিপন্থী মনগড়া আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ফেসবুকে। এটি উপজেলা যুবদলকে ধ্বংস করার চক্রান্ত এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য হিসেবে দেখছেন তারা। নতুন গঠিত যুবদলের কমিটির সভাপতি আব্দুল কাদের জানান, কমিটি গঠনের জন্য যাদের নিকট সিভি জমা নিয়েছিল। তাদের অনেকের নাম নেই ওই কমিটি। অন্যদিকে কমিটিতে এমন নেতাকর্মীদের স্থান হয়েছে যারা সিভি জমা দেয়নি। উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মকবুল হোসেন জানান, একটি ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলের কমিটি আমার নিকট জমা দিয়েছে। উপজেলা বিএনপি’র সমন্বয় সভায় উপস্থাপন করবো। পাশাপাশি নতুন কমিটির নেতাকর্মীদের কোন ধরণের বিচ্ছৃংখলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান রাজু ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানকে যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়নি বলে স্বীকার করেছেন। ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তুহিন মুঠোফোনে জানান, একটি বড় দলের নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই। আমরা নিয়ম অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন। সেটি রংপুর বিভাগ ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক। তিনি আরও জানান, আহ্বায়ক কমিটি নিয়ে কারো আপত্তি থাকলে আমাদের অবগত করার নিয়ম রয়েছে। আমরা বিষয়টি বিবেচনা করে দেখতাম। এখন পর্যন্ত কোন কোন বিষয় আমাদের অবগত করেনি। যুবদলের উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী জানান, গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটি আমাদের আহ্বায়ক কমিটি গঠন করে নির্দেশনা নিয়েছেন ইউনিয়নগুলোতে কমিটি গঠনের। আমরা সেই কাজে ব্যস্ত। নতুন করে যারা কমিটি গঠন করে বেড়াচ্ছে বা সংগঠনের সিনিয়র নেতাদের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিচ্ছে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই। এর আগে গেল বছরের অক্টোবর মাসে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়। পরে ওই আহ্বায়ক কমিটি বাতিলের জন্য সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন করে ছাত্রদলের একাংশ। তবে এখন পর্যন্ত ওই আহ্বায়ক কমিটি বহাল রয়েছে।