নিজস্ব প্রতিবেদক::আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করতে নির্বাহী কমিটির সভা ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দেরকে নিয়ে পৃথকভাবে এই সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বরাত দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই সভায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করেবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
সভা প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ মঙ্গলবার নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, বুধবার সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ সম্পাদক এবং বৃহস্পতিবার অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হবে।