ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত চাচাকে দেখতে যাবার পথে স্কুলশিক্ষিকা ভাস্তি মিনিবাস’র ধাক্কায় নিহত সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের সাংবাদিক আব্দুর রহমান মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা হজরত সোলায়মান (আ.) ও রানি বিলকিসের ঘটনা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন কখন পড়বেন সরকারি প্রকল্পের শিশু দিবাযত্ন কেন্দ্রে আসন পেতে মায়েদের ছোটাছুটি শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক আন্দোলনকারী কর্মকর্তাদের ‘কঠোর বার্তা’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী: সিইসি

‘ডু অর ডাই’ মনোভাবে বিএনপির তৃণমূল নেতারা, চান কঠোর কর্মসূচি

অনলাইন ডেস্ক::   আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে দলটি এমন নানা কর্মসূচি পালন করে আসছে। তবে সরকারকে বেকায়দায় ফেলার মতো  ফলপ্রসূ আন্দোলন এখনো পর্যন্ত করতে পারেনি দলটি। এদিকে ঘনিয়ে আসছে নির্বাচন।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপির তৃণমূলের নেতাদের মধ্যেও চাপ বাড়ছে। তারা কেন্দ্রেীয় নেতাদের আরও কঠোর কর্মসূচি দিতে চাপ প্রয়োগ করছেন। দলটির তৃণমূলের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব জানা যায়।

জানা যায়, তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যে কেন্দ্রকে তাদের মতামত জানিয়ে দিয়েছে। দলটির একাধিক নীতিনির্ধারকও জানান, কঠোর কর্মসূচির বিষয়ে তৃণমূল থেকে চাপ বাড়ছে। তাদের মতামত স্থায়ী কমিটির একাধিক সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপির প্রাণ হলো তৃণমূল। সুতরাং আগামী দিনের আন্দোলন তাদের চাওয়া অনুযায়ীই হবে। সেদিকেই যাচ্ছে বিএনপি।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেন, তৃণমূলের নেতাকর্মীরা অনেক আগে থেকেই কঠোর কর্মসূচি চাচ্ছে। কিন্তু জাতীয় নেতারা চিন্তাভাবনা করেই কর্মসূচি দিচ্ছেন। তবে তৃণমূল নেতাকর্মীর আশা, ২৮ অক্টোবর থেকেই লাগাতার কর্মসূচি দেবে। সেটা হরতাল, অবরোধ বা ঘেরাও কর্মসূচি হতে পারে। ‘ডু অর ডাই’-এমন মনোভাব সবার।

দাবি আদায়ে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা তো সব সময়ই অত্যাচার-নির্যাতন, মামলার মধ্যে আছি। এখন মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নেই। সময়ও নেই। সামনে নভেম্বরের শুরুতে তফশিল ঘোষণা করতে পারে। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের আশঙ্কা, নির্বাচন হয়ে গেলে কী হবে। এ জন্য তারা কঠোর কর্মসূচি চাচ্ছে।

একই কথা জানান গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। তিনি বলেন, নেতাকর্মীরা একদফার আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য উদগ্রীব। এজন্য তারা পরবর্তী কঠোর কর্মসূচি চান। একদফা বাস্তবায়নের জন্য যে যে কর্মসূচি দেওয়া দরকার, সে ধরনের কর্মসূচি প্রত্যাশা সবাই করে। গাজীপুরের নেতাকর্মীরাও করছে। তারা যে কোনো কর্মসূচি সফল করার জন্য প্রস্তুত।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত চাচাকে দেখতে যাবার পথে স্কুলশিক্ষিকা ভাস্তি মিনিবাস’র ধাক্কায় নিহত

‘ডু অর ডাই’ মনোভাবে বিএনপির তৃণমূল নেতারা, চান কঠোর কর্মসূচি

আপডেট টাইম ০৩:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

অনলাইন ডেস্ক::   আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে দলটি এমন নানা কর্মসূচি পালন করে আসছে। তবে সরকারকে বেকায়দায় ফেলার মতো  ফলপ্রসূ আন্দোলন এখনো পর্যন্ত করতে পারেনি দলটি। এদিকে ঘনিয়ে আসছে নির্বাচন।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপির তৃণমূলের নেতাদের মধ্যেও চাপ বাড়ছে। তারা কেন্দ্রেীয় নেতাদের আরও কঠোর কর্মসূচি দিতে চাপ প্রয়োগ করছেন। দলটির তৃণমূলের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব জানা যায়।

জানা যায়, তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যে কেন্দ্রকে তাদের মতামত জানিয়ে দিয়েছে। দলটির একাধিক নীতিনির্ধারকও জানান, কঠোর কর্মসূচির বিষয়ে তৃণমূল থেকে চাপ বাড়ছে। তাদের মতামত স্থায়ী কমিটির একাধিক সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপির প্রাণ হলো তৃণমূল। সুতরাং আগামী দিনের আন্দোলন তাদের চাওয়া অনুযায়ীই হবে। সেদিকেই যাচ্ছে বিএনপি।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেন, তৃণমূলের নেতাকর্মীরা অনেক আগে থেকেই কঠোর কর্মসূচি চাচ্ছে। কিন্তু জাতীয় নেতারা চিন্তাভাবনা করেই কর্মসূচি দিচ্ছেন। তবে তৃণমূল নেতাকর্মীর আশা, ২৮ অক্টোবর থেকেই লাগাতার কর্মসূচি দেবে। সেটা হরতাল, অবরোধ বা ঘেরাও কর্মসূচি হতে পারে। ‘ডু অর ডাই’-এমন মনোভাব সবার।

দাবি আদায়ে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা তো সব সময়ই অত্যাচার-নির্যাতন, মামলার মধ্যে আছি। এখন মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নেই। সময়ও নেই। সামনে নভেম্বরের শুরুতে তফশিল ঘোষণা করতে পারে। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের আশঙ্কা, নির্বাচন হয়ে গেলে কী হবে। এ জন্য তারা কঠোর কর্মসূচি চাচ্ছে।

একই কথা জানান গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। তিনি বলেন, নেতাকর্মীরা একদফার আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য উদগ্রীব। এজন্য তারা পরবর্তী কঠোর কর্মসূচি চান। একদফা বাস্তবায়নের জন্য যে যে কর্মসূচি দেওয়া দরকার, সে ধরনের কর্মসূচি প্রত্যাশা সবাই করে। গাজীপুরের নেতাকর্মীরাও করছে। তারা যে কোনো কর্মসূচি সফল করার জন্য প্রস্তুত।