অনলাইন ডেস্ক:: আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে দলটি এমন নানা কর্মসূচি পালন করে আসছে। তবে সরকারকে বেকায়দায় ফেলার মতো ফলপ্রসূ আন্দোলন এখনো পর্যন্ত করতে পারেনি দলটি। এদিকে ঘনিয়ে আসছে নির্বাচন।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপির তৃণমূলের নেতাদের মধ্যেও চাপ বাড়ছে। তারা কেন্দ্রেীয় নেতাদের আরও কঠোর কর্মসূচি দিতে চাপ প্রয়োগ করছেন। দলটির তৃণমূলের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব জানা যায়।
জানা যায়, তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যে কেন্দ্রকে তাদের মতামত জানিয়ে দিয়েছে। দলটির একাধিক নীতিনির্ধারকও জানান, কঠোর কর্মসূচির বিষয়ে তৃণমূল থেকে চাপ বাড়ছে। তাদের মতামত স্থায়ী কমিটির একাধিক সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপির প্রাণ হলো তৃণমূল। সুতরাং আগামী দিনের আন্দোলন তাদের চাওয়া অনুযায়ীই হবে। সেদিকেই যাচ্ছে বিএনপি।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেন, তৃণমূলের নেতাকর্মীরা অনেক আগে থেকেই কঠোর কর্মসূচি চাচ্ছে। কিন্তু জাতীয় নেতারা চিন্তাভাবনা করেই কর্মসূচি দিচ্ছেন। তবে তৃণমূল নেতাকর্মীর আশা, ২৮ অক্টোবর থেকেই লাগাতার কর্মসূচি দেবে। সেটা হরতাল, অবরোধ বা ঘেরাও কর্মসূচি হতে পারে। ‘ডু অর ডাই’-এমন মনোভাব সবার।
একই কথা জানান গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। তিনি বলেন, নেতাকর্মীরা একদফার আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য উদগ্রীব। এজন্য তারা পরবর্তী কঠোর কর্মসূচি চান। একদফা বাস্তবায়নের জন্য যে যে কর্মসূচি দেওয়া দরকার, সে ধরনের কর্মসূচি প্রত্যাশা সবাই করে। গাজীপুরের নেতাকর্মীরাও করছে। তারা যে কোনো কর্মসূচি সফল করার জন্য প্রস্তুত।