সারাদিন ডেস্ক::এক্সক্লুসিভ : “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে”, এই কথাটি আমাদের বারবার মনে করিয়ে দেয়, যে জন্মেছে তার মৃত্যুও অনিবার্য। জন্ম মৃত্যু নিয়ে রহস্যের শেষ নেই।
তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মৃত্যুর আগে একটি বিশেষ গন্ধ আমাদের নাকে আসে। আসন্ন মৃত্যু হলে তা সর্বপ্রথম আমাদের শরীরের নাক-ই টের পায়।
সুইডেনের স্টকহম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন যে, আমরা যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হয় তখন শরীরে উৎপন্ন হয় এক বিশেষ রাসায়নিক পদার্থ। যার নাম পুট্রেসিন।
এই রাসায়নিক পদার্থটির গন্ধ এমনই যে প্রাণীর শরীরে অদ্ভুত অস্থিরতা, ভয় বা মানসিক অবসাদ তৈরি করে।
বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে, শুধু নিজের মৃত্যু নয়, আশেপাশে থাকা কোন মানুষের আসন্ন মৃত্যু হলে সেক্ষেত্রেও এই বিশেষ গন্ধটি নাকে আসে।
কেমন সেই গন্ধ? এই বিশেষ গন্ধটির সম্পর্কে বলতে গিয়ে গবেষকরা জানিয়েছেন যে, তারা কোন পরিচিত গন্ধের সঙ্গে মিল খুঁজে পাননি। এই বিশেষ গন্ধকে তারা ‘স্মেল অফ ডেথ’ বলে ব্যাখ্যা করেছেন।
এদিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানিয়েছেন, ৪০ থেকে ৮৫ বছর বয়সের মধ্যে ৩ হাজার জনেরও বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা পিপারমেন্ট, কমলালেবু, মাছ, গোলাপ আর চামড়া — এই পাঁচ প্রকারের উপাদানের গন্ধ একেবারেই পাননি। তাদের মধ্যে ৪০% মানুষের মৃত্যু হয়েছে পাঁচ বছরের মধ্যেই। আর বাকিরা বিভিন্ন রোগ নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।