এক্সক্লুসিভ:: বাড়ির উঠোনে কি পবিত্র তুলসি গাছ আছে? ভুল করেও ৫টি জিনিস কাছে রাখবেন না, জীবন হবে কষ্টের, শেষ হয়ে যাবে সুখ-সমৃদ্ধি।
তুলসির গুণাগুণের কথা কম-বেশি সকলেই জানেন। হিন্দু ধর্মের মানুষের বাড়িতে তুলসি গাছ রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসি পাতা ছাড়া ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের নিত্য পূজা সম্পূর্ণ হয় না। ভারতীয় বাস্তুশাস্ত্রেও তুলসী গাছের গুরুত্বের অপরিসীম। তুলসি ছাড়া বাড়ির উঠোন ফাঁকা মনে হয়। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে, তুলসি গাছকে ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। তুলসির নিয়মিত পূজা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে খুশি করে, যা জীবনে সুখ বয়ে আনে। তবে বাস্তুশাস্ত্রে পবিত্র তুলসি গাছ রাখলেই হল না, এর বেশ কিছু নিয়মও রয়েছে, যা মেনে চলা ভীষণ জরুরি৷
বাড়ির উঠোনে তুলসি গাছ থাকা যেমন ভাল তেমনই তুলসির কাছে এই জিনিসগুলি রাখলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। এছাড়াও, ভগবান বিষ্ণুর ক্রোধের কারণে সুখ এবং সমৃদ্ধিতে বিরাট বাধা আসে। উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী জানিয়েছেন, তুলসির কাছে কোন জিনিসগুলি রাখলে সংসারে ঘোর বিপদ নেমে আসতে পারে৷
জুতো: তুলসির ধারে কাছে পরিষ্কার, নতুন বা নোংরা যে কোনও ধরনের স্লিপার-জুতো রাখা উচিত নয়। তুলসির কাছে জুতা ও চপ্পল রাখলে মা তুলসীকে অপমান করা হয়। এটি ঘরে দারিদ্র্য ডেকেআনতে পারে এবং সুখ ও সমৃদ্ধির ক্ষতি হতে পারে।
শিবলিঙ্গ: শিবলিঙ্গ কখনওই তুলসির পাশে রাখা উচিত নয়। বিশ্বাস অনুসারে, তুলসীর পূর্বজন্মে তার নাম ছিল বৃন্দা, যিনি জলন্ধর নামক এক অসুরের স্ত্রী ছিলেন। এই অসুরকে ভগবান শিব ধ্বংস করেছিলেন। সেই থেকে ভগবান শিবকে তুলসির থেকে দূরে রাখা হয়।
কাঁটাযুক্ত গাছ: তুলসি গাছ খুবই কোমল। এই গাছের নিজস্ব কোনও কাঁটা নেই, তাই তুলসি গাছের চারপাশে কাঁটাযুক্ত গাছ রাখা একদমই উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসীর কাছে কাঁটাযুক্ত গাছ রাখলে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা জীবনকে বেদনাদায়ক করে তুলতে পারে।
ঝাড়ু: এটা বিশ্বাস করা হয় যে তুলসি গাছ অত্যন্ত পবিত্র । তাই তুলসি গাছের কাছে ঝাড়ু না রাখা উচিত। এতে করে বাড়িতে আর্থিক সমস্যা ও ঝামেলা শুরু হয়।
ডাস্টবিন: তুলসির পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হয়। তুলসির কাছে আবর্জনা বা ডাস্টবিন রাখলে সেই ব্যক্তি তুলসি মাতার ক্রোধের শিকার হতে হতে পারে। এছাড়াও, ভগবান বিষ্ণুও ক্রুদ্ধ হতে পারেন। যারা তুলসির কাছে ডাস্টবিন রাখেন তারা দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পান না বলে ধরা হয়।